গফরগাঁওয়ে বিদ্যালয়ের ল্যাপটপ চুরির ঘটনায় জাসাস নেতাসহ গ্রেফতার ৫।
আব্দুল হালিমঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ২০ জুলাই দিবাগত রাতে বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপগুলো চুরির ঘটনায় ১২টি ল্যপটপসহ চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
১২ আগস্ট, মঙ্গলবার দুপুরে গফরগাঁও থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছেন।
এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে চোরচক্রের সদস্যদের গ্রেফতার করে গফরগাঁও থানা পুলিশ।
আটককৃতরা হলো বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় হেলাল উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম মন্ডল (২৯), উত্তর চরমছলন্দ কান্দাপাড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে লাল চাঁন মিয়া ওরফে লাল বাবু (২৭), গাজীপুর শ্রীপুরের, জাকারিয়া (৩২), নালিতাবাড়ীর মাহফুজুর রহমান নয়ন (২১) এবং বগুড়ার রাশেদুল ইসলাম (৪০)।
আটককৃত স্থানীয় আব্দুল কাইয়ুম মন্ডল বাংলাদেশ জাতীয়তাবাদাী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ময়মনসিংহ দক্ষিণ জেলাধ্বীন গফরগাঁও উপজেলা আহ্বায়ক কমিটির ২৩নং সদস্য।
পুলিশ জানায়, ২০ জুলাই দিবাগত রাতে বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপগুলো চুরি হয়। পরদিন গফরগাঁও থানায় মামলা (নং ১০/০৭/২৫) হওয়ার পর গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে আবুল কাইয়ুম মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
তার স্বীকারোক্তির ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকা থেকে উত্তর চরমছলন্দ কান্দাপাড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে লাল চাঁন মিয়া ওরফে লাল বাবু এবং তার পর সঙ্গী জাকারিয়া আলমকে আটক করে পুলিশ।
পরে শ্রীপুরের নয়নপুর ও মাওনা এলাকায় অভিযান চালিয়ে নালিতাবাড়ীর মাহফুজুর রহমান নয়ন এবং বগুড়ার রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অভিযানে চুরি হওয়া ১২ টি ল্যাপটপ ১টি স্ক্যনার এবং ১২টি কি-বোর্ড, ৩টি মাউস, এবং ৩ টি ক্যবল উদ্ধার করা হয়েছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা ঘুরে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরে চুরি করছিল। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে গ্রেফতারকৃত আব্দুল কাইয়ুমকে জাসাস নেতা হিসেবে অস্বীকার করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাসের) গফরগাঁও উপজেলার আহবায়ক মোঃ জহিরুল ইসলাম।
তিনি বলেন আমাদের জাসাসের কমিটির সাথে তার কোন সম্পর্ক নেই।