ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ নলছিটির ইউএনও নজরুল ইসলাম।
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
বিশ্ব জনসংখ্যা দিবস- ২০২৫ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঝালকাঠি কর্তৃক জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন নলছিটি উপজেলা নির্বাহি অফিসার মোঃ নজরুল ইসলাম
ও শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে নলছিটির উপজেলা।
১১ জুলাই জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয আয়োজিত অনুষ্ঠানে নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঝালকাঠির জেলা প্রশাসক মো: আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচারক তাপস কুমার। একজন কর্তব্য পরায়ন, সৎ, সাহসী, মানবিক ও জনবান্ধব ইউএনও'র এসফলতায় নলছিটর বিভিন্ন মানবিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।