ঢাকা | বঙ্গাব্দ

বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রমে প্রস্তুত মাউশি।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রমে প্রস্তুত মাউশি। ছবির ক্যাপশন: বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রমে প্রস্তুত মাউশি।
ad728
বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রমে প্রস্তুত মাউশি। 

 মো. শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টারঃ 

ঢাকা, ১ জুলাই ২০২৫: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এজন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য সংগ্রহ শুরু হবে আগামী সপ্তাহে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী জানান, সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের যাবতীয় তথ্য ইনপুট দেবেন প্রতিষ্ঠান প্রধানরা। ৭ জুলাইয়ের মধ্যে সফটওয়্যার ব্যবহারের জন্য প্রধান শিক্ষকদের আইডি ও পাসওয়ার্ড সরবরাহের পরিকল্পনা রয়েছে।

মাউশির সূত্র জানিয়েছে, সফটওয়্যারটি ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে ডেমো হিসেবে প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের পদের নাম, নিয়োগের ধরন, বিষয়ভিত্তিক তথ্যসহ বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হবে।

উপজেলা শিক্ষা অফিস তথ্য যাচাই করে জেলা শিক্ষা অফিসে পাঠাবে এবং সেখান থেকে মাউশিতে যাবে। আঞ্চলিক কার্যালয়ের কোনো সম্পৃক্ততা থাকবে না।

উল্লেখ্য, অতীতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা বন্ধ হয়ে যায়। তবে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন নীতিমালা জারি করে বদলির উদ্যোগ নেয়। চলতি বছর থেকেই বদলির সুযোগ পাচ্ছেন এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ