ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক নিপীড়ন, নির্যাতন ও হত্যা বন্ধের আহ্বান।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2025 ইং
সাংবাদিক নিপীড়ন, নির্যাতন ও হত্যা বন্ধের আহ্বান। ছবির ক্যাপশন: সাংবাদিক নিপীড়ন। [প্রতীকী ছবি]
ad728
সাংবাদিক নিপীড়ন, নির্যাতন ও হত্যা বন্ধের আহ্বান। 

 মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা: সাংবাদিকদের ওপর চলমান নিপীড়ন, নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটি বলেছে, “সাংবাদিক নিপীড়ন, নির্যাতন ও হত্যা বন্ধ করো”—এটি কেবল একটি দাবি নয়, বরং গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের তথ্য জানার অধিকার রক্ষার অন্যতম জরুরি শর্ত।

গতকাল বিএমএসএফ-এর পক্ষ থেকে দেশব্যাপী একযোগে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা জানান, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও সমাজের আয়না হিসেবে সত্য প্রকাশের মাধ্যমে জনগণের কণ্ঠস্বর হন। তাই তাদের ওপর হামলা, নিপীড়ন বা হত্যার ঘটনা মানে জনগণের তথ্য পাওয়ার অধিকারকে রুদ্ধ করা।

বক্তারা এ দাবি জোরালোভাবে তুলে ধরতে সংবাদ প্রকাশ, বিবৃতি, মানববন্ধন এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণসহ সব ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
নীলফামারীতে শহীদ রুবেলের সমাধীতে শ্রদ্ধা।

নীলফামারীতে শহীদ রুবেলের সমাধীতে শ্রদ্ধা।