ঢাকা | বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা যুগল সরকারের মৃত্যুতে পটিয়া জাতীয় পার্টি শোক।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
বীর মুক্তিযোদ্ধা যুগল সরকারের মৃত্যুতে পটিয়া জাতীয় পার্টি শোক। ছবির ক্যাপশন: বীর মুক্তিযোদ্ধা যুগল সরকার।
ad728
বীর মুক্তিযোদ্ধা যুগল সরকারের মৃত্যুতে পটিয়া জাতীয় পার্টি শোক। 

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:

বীর মুক্তিযোদ্ধা গৈডলা গ্রামের নিবাসী যুগল সরকারের মৃত্যুতে গভীর শোক  প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতীয় পার্টি। 

কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আমান উল্লা আমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও  দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, দক্ষিণ জেলার যুগ্ম  আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক  সম্পাদক ও পৌর সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, কেন্দ্রীয় সদস্য ও পটিয়া উপজেলার  সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু, সহ সভাপতি তাপস বড়ুয়া, নাজিম মজুমদার,  ইকবাল মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, নাজিম মেম্বার, শফি মেম্বার, বিকাশ মিত্র, সুমন বড়ুয়া,  দৈনিক জনতা পাঠক ফোরাম সভাপতি টিটন দে, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক এম আজাদ, অর্থ সম্পাদক আবুল কাসেম প্রমুখ। 
নেতৃবৃন্দ প্রয়াত যুগল সরকারের এর বিদেহী আত্মার স্বরগতি কামনা করেন। 

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স