ঢাকা | বঙ্গাব্দ

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য প্রয়াত এ কে এম সামশুল আলমের স্মরণ সভা অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2025 ইং
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য প্রয়াত এ কে এম সামশুল আলমের স্মরণ সভা অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য প্রয়াত এ কে এম সামশুল আলমের স্মরণ সভা।
ad728
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য প্রয়াত এ কে এম সামশুল আলমের স্মরণ সভা অনুষ্ঠিত। 

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবারের আয়োজনে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সহ-সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজ সেবক ও দানবীর প্রয়াত এ কে এম সামশুল আলমের  স্মরণ সভা ৩০ জুলাই বুধবার বিকেলে  পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি  ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক চন্দন কুমার দাশের সঞ্চলনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও প্রাশিপ সাধারণ সম্পাদক ডা: সৈয়দ সাইফুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রয়াত সামশুল আলমের বড় ছেলে পারভেজ শাহরিয়ার সোহেল, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নাছির উদ্দীন, দাতা সদস্য আহমদ কবির, প্রাশিপ সহসভাপতি মাহবুবুর রহমান, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাবেক অভিভাবক সদস্য বিশ্বজিৎ দাশ, অলক দাশ, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক লিটন কুমার দাশ প্রমুখ।

স্মরন সভায় বক্তারা প্রয়াত একে এম শামসুল আলমের বড় ছেলে তাঁর কর্মময় জীবন এবং সমাজের প্রতিটি সেক্টরে তার ভুমিকার কথা স্মরণ করেন। 

পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা আমির হোসেন।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ”র সাতাশতম বার্ষিক চড়

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ”র সাতাশতম বার্ষিক চড়