ঢাকা | বঙ্গাব্দ

ঝিকরগাছায় চেয়ারম্যান-যুবলীগ নেতা পিকুল গ্রেপ্তার।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2025 ইং
ঝিকরগাছায় চেয়ারম্যান-যুবলীগ নেতা পিকুল গ্রেপ্তার। ছবির ক্যাপশন: ঝিকরগাছায় চেয়ারম্যান-যুবলীগ নেতা পিকুল গ্রেপ্তার।
ad728
ঝিকরগাছায় চেয়ারম্যান-যুবলীগ নেতা পিকুল গ্রেপ্তার। 

মালিকুজ্জামান কাকাঃ 

যশোরের ঝিকরগাছা উপজেলায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে পানিসারা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন পিকুলকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) দুপুরে ঝিকরগাছা উপজেলা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "২০২৪ সালের ১৭ ডিসেম্বর ঝিকরগাছা থানায় রুজু হওয়া মামলার (মামলা নম্বর-১৩, জিআর-২৭৩/২৪) অন্যতম সন্দেহভাজন আসামি। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় দায়ের করা হয়েছিল। 
গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।" 

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাতিয়ার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে ফ্রি ইংরেজি শেখার কার্যক্রম

হাতিয়ার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে ফ্রি ইংরেজি শেখার কার্যক্রম