ঢাকা | বঙ্গাব্দ

সাবেক এমপি মমতাজ অলির রোগমুক্তি কামনায় পটিয়া পৌর ৫নং ওয়ার্ড এলডিপি'র দোয়া মাহফিল।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2025 ইং
সাবেক এমপি মমতাজ অলির রোগমুক্তি কামনায় পটিয়া পৌর ৫নং ওয়ার্ড এলডিপি'র দোয়া মাহফিল। ছবির ক্যাপশন: পটিয়ায় এলডিপি'র দোয়া মাহফিল।
ad728
সাবেক এমপি মমতাজ অলির রোগমুক্তি কামনায় পটিয়া পৌর ৫নং ওয়ার্ড এলডিপি'র দোয়া মাহফিল। 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড এলডিপি'র উদ্যাগে এলডিপি'র প্রতিষ্টাতা সভাপতি   অলি আহমদ বীর বিক্রমের স্ত্রী সাবেক এমপি মমতাজ বেগম অলির  রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

৩০ জুলাই বুধবার সন্ধায় ৫ নম্বর ওয়ার্ড অস্থায়ী কার্য়লয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড এলডিপির সভাপতি নুরু সওদাগর, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন পটিয়া   পৌরসভার সদস্য সচিব  মুজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন  সিনিয়র সদস্য  শাহ আলম, টিপু সুলতান, সাইফুল ইসলাম, খোরশেদ আলম, মুহাম্মদ বেলাল, উপস্থিত ছিলেন জায়েদুল হক, মামুনুর রশীদ, সালাম,আলমগীর, ফারুক, মুছা, মহিম, জসিম, ঝন্টু সুএ ধর, সুনীল সুএ ধর, নেপাল সুএ ধর, আবদুল মন্নান, জুন্টু সুএ ধর, মোজাম্মেল, পিন্টু সুএ ধর প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

মমতাজ অলির সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন গাউসিয়া রহমানিয়া জামে মসজিদের খতিব মৌলানা আলী হোসেন আলকাদেরী। 

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
নীলফামারীতে শহীদ রুবেলের সমাধীতে শ্রদ্ধা।

নীলফামারীতে শহীদ রুবেলের সমাধীতে শ্রদ্ধা।