ঢাকা | বঙ্গাব্দ

রাণীশংকৈল কুলিক নদীতে ধরা পড়লো ১১ কেজির কচ্ছপ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2025 ইং
রাণীশংকৈল কুলিক নদীতে ধরা পড়লো ১১ কেজির কচ্ছপ। ছবির ক্যাপশন: রাণীশংকৈলে উদ্ধারকৃত ১১ কেজির কচ্ছপ।
ad728
রাণীশংকৈল কুলিক নদীতে ধরা পড়লো ১১ কেজির কচ্ছপ। 

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : 

লোকালয়ে আগের মতো কচ্ছপ আর তেমন দেখা যায় না। হঠাৎ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কুলিক নদী থেকে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে ১১ কেজি ওজনের কচ্ছপ ধরেছে স্থানীয়রা, সে কচ্ছপ দেখতে ভীড় জমায় উৎসুক জনতার । 

জানাযায়, প্রতিদিনের ন্যায় কুলিক নদীতে বরশি দিয়ে মাছ ধরতে যায় সন্ধারই গ্রামের রমজান আলী,বাচোর গ্রামের নিমাই চন্দ্র ও দোশিয়া মমিন পাড়ার রাসেল। হঠাৎ রমজান আলী বরশিতে টান পড়লে তারা তিন জনেই পানিতে ঝাপ দিয়ে কচ্ছপটি (দুড়া) কে ধরে ফেলে। সে কচ্ছপটিকে এক নজর দেখার জন্য উসুক জনতা ভীড় জমায়।

এ প্রসঙ্গে মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল (ভারপ্রাপ্ত) বলেন,আমাদের এ অঞ্চলে কচ্ছপ প্রায় বিলুপ্তির পথে। আগের মতো আর দেখা যায়না এর কারণ জানতে চাইলে তিনি বলেন,যন্ততন্ত কিটনাশক প্রয়োগ করে এবং খাল বিলে পানি না থাকার কারণে কচ্ছপ আর দেখা যায় না। এজন্য নতুন প্রজন্মের ছেলে মেয়েরা কচ্ছপ দেখার জন্য ভীড় জমিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে জানান, কচ্ছপটি মোবাইল কোটের মাধ্যমে জব্দ করা হয়েছে। সেটি রাম সাগর জাতীয় উদ্যানে   অবমুক্ত করা হবে ।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারের পাশে তারেক রহমান।

কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারের পাশে তারেক রহমান।