ঢাকা | বঙ্গাব্দ

কেউ কথা রাখেনি।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2025 ইং
কেউ কথা রাখেনি। ছবির ক্যাপশন: কেউ কথা রাখেনি।
ad728
কবিতাঃ কেউ কথা রাখেনি। 

কবিঃ প্রভাষক সাবরীন সুলতানা লাভলী

স্বপ্নময় পৃথিবীতে কেউ আজো বাহুডোরে বাঁধেনি, 
তাই এই কবিতার নাম দিয়েছি "কেউ কথা রাখেনি"
ছোট্ট এই জীবনে আজ ৩০ বছরে পদার্পণ, 
শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, 
কত রং বেরংয়ের মানুষের আগমন, 
ছলা-কলায় যারা করেছিলো নিজেকে সমর্পণ। 
যাদের অনেকেই বলেছিলো শত বাঁধাতেও 
কখনোই ছাড়বেনা এই দুটি হাত,
তারাই আবার উপহার দিয়ে গেলো কান্নার রাত। 
তাতে কি আমার গেলো বুঝি জাত...? 
বেলা শেষে ভেবেছিলাম এই বার দিবো সব বাদ,
ভালোবাসার সকল অনুভূতি মনে জাগালো বড্ড সাধ, 
কী আর করা, শুরু হলো এবার মন পোড়া, 
কেউ কথা দিলো এবার হবে চিরদিনের জোড়া, 
যে নাকি প্রেম নিবেদন করেছিলো, 
জনসম্মুখে হাতে তুলে দিয়ে ফুলের তোড়া। 
সাত জনম এক সাথে কাটাবে বলে, 
যে মানুষটি চার হাত এক করে, 
লজ্জা শরমের মাথা খেয়ে করেছিল শপথ, 
তারও ছিলো অনেক ছলা-কলা এ যাবত।
পরিশেষে, আমি অনুধাবন করিলাম, 
জীবনে সত্যিকারের সুখ সে কখনোই দেখেনি,
আসলে এই জীবনে বাস্তব সত্য "কেউ কথা রাখেনি"।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেনাপোল সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ

বেনাপোল সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ