সলঙ্গায় স্কুল শিক্ষক লিয়াকত চার সন্তানের জননীকে নিয়ে চম্পট!
সোহেল রানা:
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে পঞ্চাশোর্ধ এক গৃহবধূ ও চার সন্তানের জননীকে নিয়ে পালিয়েছেন স্থানীয় স্কুল শিক্ষক লিয়াকত আলী। এ ঘটনায় ভেঙে পড়েছে তার পরিবার। নিঃস্ব হয়ে পড়েছে স্বামী ও সন্তানেরা। পালানোর সময় ওই নারী পরিবার থেকে ৮ লাখ টাকার সম্পদও সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের জঞ্জালীপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কেরানি ও মুদি ব্যবসায়ী লিয়াকত আলী দীর্ঘদিন ধরে একই গ্রামের ময়নাল হোসেনের স্ত্রী আছমা বেগমের সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিলেন। কিছুদিন আগে আছমা হঠাৎ নিখোঁজ হন। পরে জানা যায়, তিনি লিয়াকতের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন। এই ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আছমার স্বামী ময়নাল হোসেন বলেন, আমার পরিবারে চারটি সন্তান রয়েছে। আমার স্ত্রীকে নিয়ে এমন কিছু ঘটবে কখনো ভাবিনি। এখন সন্তানদের নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। সমাজে মুখ দেখানোরও উপায় নেই। শুধু স্ত্রী নয়, লিয়াকতের সঙ্গে মিলে ঘর থেকে দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার সম্পদও হাতিয়ে নিয়ে গেছেন তারা। আমি এই প্রতারক শিক্ষক লিয়াকতের শাস্তি চাই ও আমার পরিবার থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে সেই টাকা ফেরত চাই।
ময়নালের মেয়েরা তাসলিমা খাতুন তুলি ও মাসুদা খাতুন এবং ছেলে রাশিদুল ইসলাম জানান, আমরা মা’কে ফিরিয়ে আনতে গত শুক্রবার সন্ধ্যায় লিয়াকতের বাড়িতে গেলে তিনি ও তার পরিবারের লোকজন আমাদেরকে মারধর করে। আমাদের ছোট বোন তুলি খাতুন ৭ মাসের গর্ভবতী, তাকেও পেটে লাথি মারেন লিয়াকত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারা আরও বলেন, আমরা এই লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের কাছ থেকে টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তার ক্ষতিপূরণ চাই।
জঞ্জালী পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কেরানি লিয়াকতের কাছে এ ঘটনা সম্পকে জানতে চাইলে তিনি কিছু না বলে ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখেন।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা করেছে ময়নালের পরিবার। আসমীদের গ্রেফতারের প্রস্তুতি চলছে।
এসময়/