ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া-আজারবাইজানের ৩৫ বছর পুরনো সংঘাতের অবসানে শান্তি চুক্তি স্বাক্ষর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2025 ইং
ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া-আজারবাইজানের ৩৫ বছর পুরনো সংঘাতের অবসানে শান্তি চুক্তি স্বাক্ষর ছবির ক্যাপশন: আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ৩৫ বছর ধরে চলা সংঘাত অবসানে হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি হয়েছে।
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

৩৫ বছর ধরে চলা যুদ্ধে ক্ষতিগ্রস্ত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে অবশেষে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই ঐতিহাসিক চুক্তি হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয়। দুই দেশের নেতারা স্বাক্ষরিত চুক্তি শেষে একে অপরকে করমর্দন করে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

চুক্তি স্বাক্ষরের পর ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “এটি দীর্ঘ সময়ের একটি প্রয়াসের ফলাফল। আজ আমরা ককেশাস অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছি। বহু বছর ধরে চলা যুদ্ধ, দখলদারিত্ব এবং রক্তপাত বন্ধ করার সংকল্প নিয়েছি।”

তিনি আরও বলেন, “আর্মেনিয়া ও আজারবাইজান প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে চিরতরে সব ধরনের সামরিক সংঘাত বন্ধ করতে এবং ভ্রমণ, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে। তারা ৩৫ বছর ধরে যুদ্ধে লিপ্ত ছিল, এখন তারা বন্ধু এবং ভবিষ্যতেও বন্ধু থাকবে।”

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এই চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছেন।

নাগোরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এই অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের মধ্যে থাকলেও ১৯৯৪ সালের যুদ্ধে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী এর নিয়ন্ত্রণ গ্রহণ করে। ১৯৯০ এর দশকের গোড়ায় সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই এই দুই প্রতিবেশী দেশ বারবার সংঘাতে জড়ায়।

২০২০ সালে নাগোরনো-কারাবাখের জন্য এক বারো মাসের সংঘর্ষে দুপক্ষের মধ্যে প্রাণহানির ঘটনা ঘটেছিল, যা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর ব্যাপক প্রভাব ফেলে।

এই শান্তি চুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ পরিবহণ রুটগুলো খুলে দেওয়া হবে, যা ককেশাস অঞ্চলের অর্থনৈতিক ও কূটনৈতিক সংহতিকে এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে প্রভাব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

নাগোরনো-কারাবাখে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের অবসান এই চুক্তির মাধ্যমে সম্ভব হলে ককেশাস অঞ্চলে স্থায়ী শান্তি ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

সূত্র: বিবিসি



নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সাতক্ষীরা রইচপুরে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন।

সাতক্ষীরা রইচপুরে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন।