ঢাকা | বঙ্গাব্দ

হিলি শুল্ক স্টেশন পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2025 ইং
হিলি শুল্ক স্টেশন পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল। ছবির ক্যাপশন: হিলি শুল্ক স্টেশন পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল।
ad728
হিলি শুল্ক স্টেশন পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল।

হিলি প্রতিনিধিঃ

দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) সমন্বিত বাণিজ্য সুবিধা খাত উন্নয়নের লক্ষ্যে দিনাজপুরের হিলি শুল্ক স্টেশন পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বাণিজ্য মন্ত্রণালয়ের (এফটিএ উইং) অতিরিক্ত সচিব আয়েশা আক্তার ও যুগ্ম সচিব শিবির বিচিত্র বড়ুয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরে পৌঁছায়। পরে বন্দরের সম্মেলন কক্ষে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন—এফটিএ যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ, ডব্লিউটিও শাখা-৩ এর যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান, এফটিএ-২ এর উপ-সচিব মাহবুবা খাতুন মিনু, এফটিএ-৩ এর উপ-সচিব ফারহানা ইসলাম, আইআইটি-৪ এর সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান, এফটিএ-৬ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হাসিব সরকার, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মাজেদুল হক, সহকারী বাণিজ্য পরামর্শদাতা (উপ-নিয়ন্ত্রক) সিরাজুল ইসলাম, মিশন ভূঁইয়া এবং বাংলাদেশ বাণিজ্য ও শুল্ক কমিশনের গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন।

এস্ময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মিম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইজেএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইজেএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত