মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
১০ ডিসেম্বর, বুধবার
উল্লাপাড়ার মামুন হলে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শীতল সকালের মধ্যেও রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে, আর সভাস্থলে সকাল থেকেই জড়ো হতে থাকেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
মামুন হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক, সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান ও সাবেক সংসদ সদস্য। তিনি বলেন,
“তৃণমূলই আমাদের শক্তি। আপনাদের ঐক্য ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। এখন শুধু নির্বাচনী মাঠে নামার অপেক্ষা।”
সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহাদাত হোসেন। তার সাবলীল উপস্থাপনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ বেলাল হোসেন। বক্তব্যে তিনি বলেন,
“এই নির্বাচনে আমাদের মূল শক্তি তৃণমূল নেতাকর্মীরা। আজ আপনাদের ভিড় প্রমাণ করে আমরা মাঠে নামার জন্য প্রস্তুত।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল সরকার এবং সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি। তারা সংগঠনের ঐক্য, দলীয় শৃঙ্খলা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
সভা চলাকালীন নেতাকর্মীদের মাঝ থেকে স্লোগান ওঠে—
“ঐক্যবদ্ধ হলে বিজয় আমাদেরই!”
যা মুহূর্তেই পুরো হলজুড়ে ছড়িয়ে পড়ে।
বক্তব্যের শেষে বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা দাঁড়িয়ে হাত তুলে দলীয় প্রার্থীর পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং বলেন,
“আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব।”
সভাস্থলজুড়ে ছিল উৎসাহ, উদ্দীপনা ও আসন্ন নির্বাচনের প্রস্তুতির দৃশ্যমান বার্তা।