কুমিল্লা অঞ্চলে শিক্ষা ও ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছে কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ। ২০২৫ সালের আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতায় টানা দুর্দান্ত খেলার মাধ্যমে কলেজটির ফুটবল টিম কুমিল্লা জেলার চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে। শক্ত প্রতিদ্বন্দ্বী দলগুলোকে পেছনে ফেলে শিরোপা জয়ের এই সাফল্য কলেজ, শিক্ষার্থী, অভিভাবক এবং বুড়িচং উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের ঢেউ তুলেছে।
UNO মহোদয়ের আন্তরিক সংবর্ধনা—অনুষ্ঠানজুড়ে আনন্দ-উচ্ছ্বাস
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয়ী দলকে বিশেষভাবে সংবর্ধনা প্রদান করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (UNO) মহোদয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়, কোচিং স্টাফ, কলেজের শিক্ষক, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
UNO মহোদয় তাঁর বক্তব্যে বলেন—“কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ ফুটবল টিম আমাদের গর্ব। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলা—অন্যদের জন্য অনুকরণীয়। বিভাগীয় পর্যায়ে এই দল আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমার বিশ্বাস।”
তিনি খেলোয়াড়দের হাতে স্মারক উপহার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
কলেজের অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, ক্রীড়া শিক্ষক ও কলেজ পরিচালনা কমিটি এই অর্জনকে কলেজের ইতিহাসে “গৌরবময় অধ্যায়” বলে উল্লেখ করেন। অধ্যক্ষ বলেন—
“এই সাফল্য প্রমাণ করে যে গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানও নিয়মিত অনুশীলন, সঠিক দিকনির্দেশনা এবং নিষ্ঠা থাকলে যে কোনো বড় অর্জন সম্ভব।”
খেলোয়াড়দের অভিভাবকরাও সন্তানের এ সাফল্যে গর্ব প্রকাশ করেন।
পুরো টুর্নামেন্ট জুড়ে কলেজের ফুটবল দল দুর্দান্ত দলীয় সমন্বয়, দৃঢ় প্রতিজ্ঞা ও কৌশলগত খেলায় সবাইকে মুগ্ধ করেছে। ফাইনাল ম্যাচে অসাধারণ গোলরক্ষকের দৃঢ়তা, রক্ষণভাগের শৃঙ্খলাপূর্ণ ডিফেন্স এবং আক্রমণভাগের ধারালো কৌশল প্রতিপক্ষকে একাধিকবার চাপে ফেলে দেয়। শেষ পর্যন্ত তারা অনন্য বিজয় নিশ্চিত করে।
ধন্যবাদ, UNO মহোদয় — অভিনন্দন চ্যাম্পিয়ন দল ,ফুটবল দলের খেলোয়াড়রা জানান, এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় প্রেরণা ছিলেন তাদের শিক্ষক, কোচ এবং কলেজ প্রশাসন। পাশাপাশি UNO মহোদয়ের উৎসাহ ও সহযোগিতা তাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।
কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশাবাদী—আগামী বিভাগীয় পর্যায়ের খেলায় দলটি আরও শক্তিশালীভাবে অংশগ্রহণ করে নতুন ইতিহাস সৃষ্টি করবে।বুড়িচংয়ের মানুষ চায়, এই ফুটবল দল একদিন জাতীয় পর্যায়েও এলাকার নাম সম্মানজনকভাবে তুলে ধরবে।
মোঃ শাহজাহান বাশার