মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
মানুষের জীবন, সমাজ এবং রাজনীতির প্রকৃতি আসলে একটাই—পরিবর্তনশীল। এ পরিবর্তনের ভেতরেই লুকিয়ে আছে শিক্ষা, আর সেই শিক্ষা থেকেই গড়ে ওঠে নৈতিকতা, ভদ্রতা এবং মানবিকতা।
সাপ জীবিত থাকতে পিঁপড়াকে খায়, আর সাপ মারা গেলে সেই পিঁপড়ারাই সাপকে খেয়ে ফেলে—এই প্রবাদবাক্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে শক্তি, ক্ষমতা কিংবা অবস্থান কোনো কিছুই চিরস্থায়ী নয়। একইভাবে, একটি গাছ দিয়ে লাখো ম্যাচের কাঠি তৈরি করা যায়, কিন্তু সেই একটিমাত্র কাঠিই আবার লাখো গাছ ধ্বংস করতে সক্ষম। অর্থাৎ সৃষ্টি আর ধ্বংস—দুটোই মানুষের হাতে, নির্ভর করে আমরা কোন পথে হেঁটে যাচ্ছি।
রাজনীতি হলো মতাদর্শের বহিঃপ্রকাশ। দলীয় পরিচয় কেবল রাজনৈতিক অবস্থানকে প্রকাশ করে, কিন্তু আচরণ প্রকাশ করে একজন মানুষের ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়। যদি রাজনৈতিক পরিচয় দিয়ে কেউ বড়াই করে কিন্তু ব্যক্তিজীবনে অসভ্য, অমানবিক বা অহংকারী হয়—তাহলে সেই পরিচয় কোনো মূল্য বহন করে না।
সময় সবসময় পরিবর্তনশীল। যে সময়ে আমরা আজ আছি, তা গতকাল ছিল না, আগামীকালও থাকবে না। তাই অতীত থেকে শিক্ষা নেওয়াই একমাত্র বুদ্ধিমানের কাজ। ইতিহাস আমাদের শিখিয়েছে, অহংকারের পতন অনিবার্য, ক্ষমতার দাপট ক্ষণস্থায়ী। অতিরঞ্জিত বা অতিরিক্ত কিছুই কখনো টেকে না—হোক তা আনন্দ, দুঃখ, ক্ষমতা বা প্রভাব।
আজকের পৃথিবীতে সবচেয়ে জরুরি বিষয় হলো মানবিকতা, উদারতা এবং ভদ্রতা। রাজনীতি, সমাজ কিংবা ব্যক্তিজীবন—সবকিছুতেই যদি আমরা একটু ভদ্র হতে পারি, একটু সহনশীল হতে পারি, তবে বিরোধ মিটে যাবে, দ্বন্দ্ব কমবে এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে।
সুতরাং, আমাদের উচিত—অতীত থেকে শিক্ষা নেওয়া,অহংকার ও অতিরঞ্জন থেকে দূরে থাকা,নিজ নিজ অবস্থান থেকে মানবিকতা, উদারতা ও ভদ্রতার পরিচয় দেওয়া।
কারণ দিন শেষে মানুষকে স্মরণ করা হয় তার ব্যক্তিত্ব, আচরণ ও মানবিকতার জন্য, রাজনৈতিক রঙ বা ক্ষমতার চেয়ারে বসার ইতিহাসের জন্য নয়।