মোহনপুর উপজেলা ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা।
মোঃ আলাউদ্দিন মন্ডল, রাজশাহী:
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ মোহনপুর উপজেলা টিম চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়, কোচ এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল, ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
গত ২১ জুলাই রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুঠিয়া উপজেলা ফুটবল দলকে ৬-৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মোহনপুর উপজেলা ফুটবল দল।
এসময়/