উত্তরার মাইলস্টোন কলেজ চত্বরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।
স্টাফ রিপোর্টার: মোঃ শাহজাহান বাশারঃ
রাজধানীর উত্তরা এলাকার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আজ ভয়াবহ দুর্ঘটনায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমান।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই তাতে ভয়াবহ আগুন ধরে যায়।
এ ঘটনায় কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে উত্তরা দিয়াবাড়ি এলাকায় একটি বিমান নিচের দিকে ধেয়ে আসতে দেখা যায়।
মুহূর্তের মধ্যে সেটি মাইলস্টোন কলেজের কাছাকাছি গিয়ে বিধ্বস্ত হয় এবং সাথেসাথেই আগুন ধরে যায়।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশেপাশে থাকা সাধারণ মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করে।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়রা এবং নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, র্যাব এবং বিমান বাহিনীর একটি জরুরি রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্থিতিশীল করে। এখন পর্যন্ত বিমানটিতে থাকা পাইলটদের অবস্থা কিংবা দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এছাড়াও দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণের কাজ চলছে।
উক্ত দুর্ঘটনা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
ক্লাস চলাকালীন এই দুর্ঘটনায় কেউ প্রাণ হারাননি বলেই ধারণা করা হচ্ছে, তবে পুরো ঘটনায় মানসিকভাবে সবাই খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উত্তরা পশ্চিম থানার পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিরাপত্তার স্বার্থে কলেজ চত্বর সাময়িকভাবে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এসময়/