ঢাকা | বঙ্গাব্দ

তিতাস গ্যাসের অভিযানে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, কোটি টাকার গ্যাস বিল উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2025 ইং
তিতাস গ্যাসের অভিযানে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, কোটি টাকার গ্যাস বিল উদ্ধার। ছবির ক্যাপশন: তিতাস গ্যাসের অভিযান।
ad728
তিতাস গ্যাসের অভিযানে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, কোটি টাকার গ্যাস বিল উদ্ধার।


মো. শাহজাহান বাশার
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

গ্যাসের অবৈধ ব্যবহার রোধে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত **১০ আগস্ট (রবিবার) ২০২৫** তারিখে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইন অপসারণ, জরিমানা আদায় এবং বকেয়া গ্যাস বিল উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় জনাব **মনিজা খাতুন**, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে **০৬টি স্পটে** অভিযান চালানো হয়।মেসার্স বন্ধন স্টীল ওয়ার্কস** নামের একটি রোলিং মিলে ২টি মোল্ডিং ভাট্টিতে ৪টি বার্নার এবং ১টি গ্যালভানাইজিং হিট ট্রিটমেন্ট ইউনিটে ৩টি বার্নারের মাধ্যমে ঘণ্টায় ৪,৬০০ ঘনফুট লোডে অবৈধ গ্যাস ব্যবহার ধরা পড়ে। মাসিক ব্যবহারের পরিমাণ আনুমানিক **৪৬,০৬০ ঘ.মি.** যার বাজারমূল্য প্রায় **১৪ লাখ ৪ হাজার ৮৩০ টাকা**। সংযোগ বিচ্ছিন্ন করে উৎসমুখে কিলিং করা হয়।
* **হাবিবা বেকারি**তে একটি রোটারি রেক ওভেনের মাধ্যমে ঘণ্টায় ৩০০ ঘনফুট লোডে গ্যাস ব্যবহার পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মাসিক মূল্য প্রায় **৬৪ হাজার ৬৭১ টাকা**।
* এ ছাড়া, একটি গ্রাহক কর্তৃক বৈধ ৪" লাইন থেকে অবৈধভাবে স্থাপিত ৩" বিতরণ লাইন (দৈর্ঘ্য প্রায় ১,৫০০ ফুট) অপসারণে স্থানীয়দের বাধায় লাইন কিলিং সম্ভব হয়নি।
* উত্তর ভূইগড়ে ১৩টি ডাবল বার্নারের মাধ্যমে গ্যাস ব্যবহার ধরা পড়ায় সংযোগ বিচ্ছিন্ন করে ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে জনাব **হাছিবুর রহমান**, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আতলাসপুর এলাকায় ২টি স্পটে অভিযান চালানো হয়। এখানে প্রায় **৩.৫ কিমি এলাকায় ২২০টি বাড়ির মধ্যে ১৬৫টি চুলার সংযোগ বিচ্ছিন্ন** করা হয়। অপসারণ করা হয় ১.৫" ডায়া পাইপ ২৩০ ফুট এবং প্লাস্টিক পাইপ ৫০০ ফুট।

আঞ্চলিক রাজস্ব বিভাগ, নারায়ণগঞ্জ আওতাধীন ৪টি স্পটে ৪টি আবাসিক বৈধ গ্রাহকের ১৭টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এক শিল্প গ্রাহকের কাছ থেকে **২ কোটি ২২ লাখ ৮২ হাজার ৫৬০ টাকা** বকেয়া বিল আদায় করা হয়।

ভোর ৬টায় শুরু হওয়া বিশেষ টিমের অভিযানে আড়াইহাজারের সুমি ট্রেডার্স এন্ড ডাইং-এ বাইপাস লাইন ব্যবহার ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শওকত আলী টেক্সটাইল ও সালেহউদ্দিন সাইজিং ইউনিটকে নকশাবহির্ভূত অতিরিক্ত পয়েন্ট অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং ইউসুফ আলী টেক্সটাইলের অবৈধ পয়েন্ট তাৎক্ষণিকভাবে কিল করা হয়।

গাজীপুর সদর থানার মুসলিমপাড়া ও অন্যান্য এলাকায় **সৈকত রায়হান**, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২টি স্পটে অভিযান চালিয়ে আনুমানিক **১,২০০ ফুট বিতরণ লাইন** এবং **১৫০টি ডাবল চুলার সংযোগ** বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, **সেপ্টেম্বর ২০২৪ থেকে ১০ আগস্ট ২০২৫ পর্যন্ত** অভিযানে

২৯৬টি শিল্প**, **৩২২টি বাণিজ্যিক** এবং **৬৩,০৫১টি আবাসিক**— মোট **৬৩,৬৬৯টি অবৈধ সংযোগ** বিচ্ছিন্ন করা হয়েছে।**১,২০,৬১৪টি বার্নার** বিচ্ছিন্ন ও **২৩৯ কিলোমিটার পাইপলাইন* অপসারণ করা হয়েছে।

তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তু/আ

নিউজটি পোস্ট করেছেন : তুহিন আহসান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচনে হাতপাখা নিয়ে ফিরছেন হাবিবুল্লাহ বেলালী!

জাতীয় নির্বাচনে হাতপাখা নিয়ে ফিরছেন হাবিবুল্লাহ বেলালী!