মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেসসচিবের দেওয়া নির্দেশনা অনুযায়ী তারা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। তিনি বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ নেই।”
ওসি জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিভিন্ন সন্দেহে—যেমন মোবাইল চুরি বা ছিনতাই, মোবাইল টানা পার্টির সদস্য হওয়া, অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে পাঁচজনকে জনতা ধরে থানায় হস্তান্তর করেছে। এদের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলছে এবং বিস্তারিত জানার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, “যেহেতু সরকারিভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আমরা সরকারি নির্দেশ পালন করব। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। দৈনন্দিন রুটিন নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে গতকাল বিপুল জনসমাগম থাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।”