গাজীপুরে সংসদীয় আসন হচ্ছে ছয়টি।
মোঃ মাহবুবুর রহমান সোহেল,
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে গাজীপুর জেলার সংসদীয় আসন সংখ্যা পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই পরিবর্তন কার্যকর করা হবে।
গাজীপুর জেলার জনসংখ্যা বর্তমানে ৫০ লক্ষ ছাড়িয়ে গেছে, যা দেশের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। নির্বাচনী এলাকার সুষম প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন আসন যুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে ভোটারদের মতামত গ্রহণ ও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
নতুন আসন সৃষ্টির ফলে গাজীপুরের বিভিন্ন অঞ্চলের সীমান্ত পুনঃর্নির্ধারণ করা হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। খসড়া মানচিত্র ও সীমারেখা তৈরির কাজ শেষ হলে তা জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন আসন যোগ হলে গাজীপুরে রাজনীতির চিত্রেও পরিবর্তন আসতে পারে। বড় রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নিজেদের সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে। নতুন আসনে প্রার্থী মনোনয়ন ও তৃণমূল পর্যায়ে জন সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, নতুন আসন সৃষ্টির ফলে উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়বে এবং নির্বাচিত জন প্রতিনিধিদের কাছ থেকে সেবা পাওয়া সহজ হবে। আবার কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন সম্ভাব্য বিভাজন ও প্রশাসনিক জটিলতা নিয়ে।
নির্বাচন কমিশন বলেছে, জনগণের মতামত, প্রশাসনিক সক্ষমতা এবং ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন আসন নির্ধারণ করা হচ্ছে।
শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।
এসময়/