ঢাকা | বঙ্গাব্দ

নড়াইল সদরে পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2025 ইং
নড়াইল সদরে পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু। ছবির ক্যাপশন: নড়াইল সদরে পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু।
ad728
নড়াইল সদরে পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু।

মোঃ বাবলু মল্লিক, নড়াইল প্রতিনিধি :

নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশু আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৫) দিঘলিয়া গ্রামের কৃষক ইকরামুল মোল্যার সন্তান। 

পরিবার ও এলাকাবাসী জানান, রোববার বিকেলে শিশু দু’টির মা রোকাইয়া বেগম বাড়ির পাশের ঘের পাড়ে পাটের আঁশ বের করার কাজ করছিলেন। আর শিশু আমেনা ও নাফিস ওইখানে খেলা করছিল। এ সময় তাদের বাবা ইকরামুল মেয়ে আমেনা ও ছেলে নাফিসকে বাড়িতে যেতে বলে বাজারে চলে যান তিনি। কিন্তু, আমেনা ও নাফিস বাড়িতে না গিয়ে ঘেরের পানিতে গোসল করতে নামে। 

তবে, বিষয়টি তাদের মা রোকাইয়া বেগম টের পাননি। দীর্ঘ সময় সন্তানদের ঘেরপাড়ে না দেখে মা রোকাইয়া সন্তানদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারসহ গ্রামবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
চান্দিনায় সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

চান্দিনায় সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন