মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৭ আগস্ট ২০২৫ (রবিবার):
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও গ্যাসের অপব্যবহার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) রাজধানী ও বিভিন্ন জেলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
পেট্রোবাংলা, আশুলিয়া ও সাভারের জরুরি টিমের সহায়তায় আশুলিয়া জোনের কাজী মার্কেট, ভূঁইয়াপাড়া, সারদাগঞ্জ ও কাশিমপুর এলাকায় অভিযান চালানো হয়। এতে আনুমানিক ১ কিলোমিটার বিতরণ লাইনের সঙ্গে যুক্ত প্রায় ৫০০টি আবাসিক বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১০০ মিটার পাইপলাইন জব্দ করা হয়। ফলে মাসিক প্রায় ১২ লাখ ৮৪ হাজার ৪৫১ টাকা সমমূল্যের গ্যাস চুরি রোধ সম্ভব হয়েছে।
একই দিনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব মিল্টন রায়ের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৬ এর আওতাধীন মিরপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ডেনিম এক্সপ্রেস অ্যান্ড ক্লথিং এবং জি কেয়ার বিডি-তে অবৈধ সংযোগের আলামত পাওয়া যায়। এ সময় প্রায় ৩৯৫টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৪১৮ মিটার পাইপলাইন ও ৫টি বার্নার জব্দ করা হয়। পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
তিতাস গ্যাসের জয়দেবপুর জোনে স্থায়ীভাবে বিচ্ছিন্ন গ্রাহকদের সংযোগ পুনঃসক্রিয় হওয়ায় সেগুলো ওয়েল্ডিং করে কিল করা হয়। বিচ্ছিন্ন হওয়া গ্রাহকদের মধ্যে রয়েছেন:
১। মোঃ আব্দুল হালিম (পূর্ব জয়দেবপুর)
২। মোঃ রেজাউল ইসলাম (ক্যাডেট কলেজ আবাসিক এলাকা)
৩। মোঃ এনায়েত হোসেন (মারিয়ালী, গাজীপুর)
৪। মোঃ রফিকুল ইসলাম (পশ্চিম জয়দেবপুর)
৫। নিউ গাজীপুর বিরিয়ানি হাউজ (মিতালীপাড়া, গাজীপুর)।
এছাড়া পশ্চিম চাপুলিয়া এলাকায় অভিযানে ২টি অবৈধ রাইজারের ৭টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বিভিন্ন ব্যাসের ১০০ ফুট পাইপলাইন জব্দ করা হয়।
মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২ এবং ভিজিল্যান্স বিভাগের টিম যৌথভাবে কেরানীগঞ্জ হাসনাবাদে অবৈধ চুনা কারখানায় অভিযান চালায়। প্রতিষ্ঠানটি ২০ ইঞ্চি বিতরণ লাইন থেকে সরাসরি অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল। পরে সংযোগটি বিচ্ছিন্ন করে ক্যাপিং করা হয়।
একই টিম নামবিহীন আরেকটি অবৈধ চুনা কারখানার সংযোগও বিচ্ছিন্ন করে। কারখানার লাইনটি ২০ ইঞ্চি × ১৪০ পিএসআইজি বিতরণ লাইনে যুক্ত ছিল। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে দ্রুততম সময়ে এ অভিযান পরিচালিত হয়।
অধিকন্তু, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব হাসিবুর রহমানের নেতৃত্বে ফতুল্লা, ভুইগড়, গিরিধারা ও তুষারধারা এলাকায় অভিযান চালানো হয়।
এ অভিযানে টিপটপ মশার কয়েল (প্রধানীয়া কনজুমার প্রোডাক্টস), রাকি চানাচুর (ভাই ভাই ফুড প্রোডাক্টস), সুচি বিস্কুট (মদিনা এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ), নিউ একতা ওয়াশ, জাহান ফুড অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রি, রাকি চানাচুর-২ ও এন-থ্রি ওয়াশিং-এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা এবং ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দ করা হয় বিভিন্ন ব্যাসের ৪২০ ফুট জিআই পাইপ, ১০০ ফুট হোস পাইপ, ১৫০ ঘনফুট স্টার বার্নার ৬টি, ৪০ ফুট হাইড্রোলিক পাইপ, ব্লোয়ার ১টি, আবাসিক বার্নার ১টি, কম্প্রেসার ১টি, বুস্টার ১টি, আবাসিক রেগুলেটর ২টি এবং এলপি রেগুলেটর ৩টি।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৬ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে তিতাস গ্যাস মোট ৬৮,১৭৭টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে, যার মধ্যে রয়েছে ২৯৯টি শিল্প, ৩৮১টি বাণিজ্যিক ও ৬৭,৪৯৭টি আবাসিক সংযোগ। এছাড়া ১,২৮,৯৯১টি বার্নার বিচ্ছিন্ন এবং ২৪৭.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র মিডিয়া ও জনসংযোগ ব্যবস্থাপক মোঃ আল আমিন।