ঢাকা | বঙ্গাব্দ

যশোরে ৩টি অস্ত্রসহ আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
যশোরে ৩টি অস্ত্রসহ আটক ২ ছবির ক্যাপশন: যশোরে ৩টি অস্ত্রসহ আটক ২।
ad728
যশোরে ৩টি অস্ত্রসহ আটক ২
মালিকুজ্জামান কাকাঃ 
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি দ্বোতলা বাড়িতে গভীর রাতে ঢাকা ডিবি ও যশোরের পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে। বাড়ির মালিকের নাম নজরুল। সেখান থেকে তিন চিন্নিত সন্ত্রাসীকে আটক ও তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। 
আটকরা হচ্ছে বাড়ির মালিক নজরুল ইসলামের জামাতা বোমা রিপন, তার দুই সহযোগী বাপ্পি ও কামরুল। 
যশোর ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, শুক্রবার রাত ২টা থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত ঘোপ নওয়াপাড়া রোডের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। ঢাকা থেকে স্পেশাল ডিবির টিম এ অভিযান তত্ববধান করে। অভিযানে তিন জনকে দুটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়। আটকের পর তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। 
ডিবি পুলিশের অপর একটি সূত্র জানায়, গত ১৮ জুন গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ লালবাগ বিভাগের একটি দল পল্টনস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেটকারের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় ভেতর থেকে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ডিবি পুলিশের এএসআই আতিক হাসানের পেটের বাম পাশে ও কনস্টেবল সুজনের বাম হাঁটুতে গুলি লাগে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঐ মাদক কারবারিরা আশ্রয় নেয় নজরুলের বাড়িতে। পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় ওই তিনজনের অবস্থান শনাক্ত করে তাদেরকে আটক করে শনিবার ভোরে।
বোমা রিপন খড়কির বাসিন্দা। সে যশোর আওয়ামীলীগ ক্যাডার ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। বোমা রিপন খড়কির রবিউল ইসলামের ছেলে। বাপ্পি সাতক্ষীরার দেবহাটার বাসিন্দা।  কামরুলের পরিচয় বিশদ জানা যায়নি। 
এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার