ঢাকা | বঙ্গাব্দ

রংপুরে প্রতিপক্ষের হামলায় আহত তিন জন রমেক হাসপাতালে ভর্তি।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
রংপুরে প্রতিপক্ষের হামলায় আহত তিন জন রমেক হাসপাতালে ভর্তি। ছবির ক্যাপশন: রংপুরে প্রতিপক্ষের হামলায় আহত তিন জন রমেক হাসপাতালে ভর্তি।
ad728
রংপুরে প্রতিপক্ষের হামলায় আহত তিন জন রমেক হাসপাতালে ভর্তি। 

মাটি মামুন, রংপুর:  

ঘটনাটি ঘটে রংপুর নগরীর মাহীগঞ্জ থানাধীন আবু হাজরা নামক এলাকায়।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়-রংপুর নগরীর মাহিগঞ্জ থানাধীন ১ নং কল্যাণী ইউনিয়নের আবু হাজরা এলাকার মৃতঃ এনাম উদ্দিনের পুত্র নুরুজ্জামান খোকন (৪২) এর সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে মামলা মোকদ্দমা চলে আসছে অত্রএলাকার মৃত- মোবারক আলীর পুত্র শফিক ও তার পুত্র আঃ জলিল (২৬) এর সাথে। 
এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গত ২৯/৬/২০২৫ ইং সকাল ১১ টার দিকে নুরুজ্জামান খোকন,ও তার দুই ভাই নজরুল ও বাবলু সহ মাহিগঞ্জ বাজার থেকে বাড়ি যাওয়ার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালায় শফিক ও তার পুত্র আঃ জলিল সহ তাদের ভাড়াটে গুন্ডাবাহিনী। এ বিষয়ে ভুক্তভোগী নুরুজ্জামান খোকন সাংবাদিক দের বলেন, ১ একর ৪ শতক জমি ৬২ রেকর্ড খাজনা খারিজ সন্দন অদ্যবধি হইতে ভোগ দখল করে আসছি,ভোগ দখল করাকালে ৯২ এর মাঠ রেকর্ড চূড়ান্ত গেজেট হয়,তফসিল ভুক্তসম্পত্তির বর্ণনাঃ মৌজা আবু হাজরা, জেএল নং ৯ খতিয়ান ৯৭, দাগ নং ৭৭, জমির পরিমান ২ একর ৬০০ মধ্যেও একর ও শতক, উল্লেখিত সম্পত্তি দীর্ঘ ৬০ বছর ধরে ভোগ দখল করে আসতেছি আমরা। ভোগ দখল করাকালে ১। জলিল (২২), ২। শফিক মিয়া (৪৮), ৩। মতলেব মিয়া (৫০), ৪। দুলু মিয়া (৪৭), সর্বপিত মৃত মোবারক আলী। ৫। জরিফ হোসেন (২২) পিতা শফিক সর্ব সাং আবু হাজরা,থানা-মাহিগঞ্জ, উপজেলা-পীরগাছা, রংপুর। আমাদের ভোগ দখলিয় সম্পত্তি জোর করে দখলের পায়াতারা করে আসছিল। আমরা তাদের সাথে ক্ষমতায় কুলাইতে না পেরে বিষয়টি থানায় অভিযোগ দেই। থানা কর্তৃপক্ষ উভয়কে থানায় ডাক দিয়া স্থানীয়ভাবে আলোচনায় বসে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করেন। অতপর তাদের কে আদালতে রেকডীও মামলা করার পরামর্শ প্রদান করেন। কিন্তু তারা কিছু দিন যেতে না যেতেই পুনরায় আমাদের জমি জোর করে দখলের জন্য চেষ্টা করে। ঘটনার দিন ২৯/৬/২০২৫ ইং সকাল ১১ টার দিকে, আমরা তিন ভাই মাহিগঞ্জ বাজার থেকে বাড়ি যাওয়ার পথে শফিক,মতলেব,দুলু,জরিফ,সহ আরও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন। বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে লাঠি সোঠা লোহার রড দা কুড়াল খস্তি ধারাল ছোড়া সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।
আমাদের  চিৎকার চেচামেচি শুনে স্থানীয়রা এগিয়ে আসলে তারা আমাদেরকে গালিগালাজ ও বিভিন্ন ধরণের ভয়-ভীতি সহ প্রাণ নাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাৎক্ষনাৎ জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে মাহিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের কে গুরুতর অবস্থায় উদ্ধার করে অজ্ঞাত অটোযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঘটনার সাথে সম্পৃক্ত আসামীদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করেন মাহিগঞ্জ থানা পুলিশ। বর্তমানে তারা তিন ভাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয়ে মাহিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কুদ্দুস এর সাথে কথা হোলে তিনি বলেন ঘটনটি সত্য আমরা আসামি ধরতে অভিযান অব্যাহত রেখেছি।
এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট