ঢাকা | বঙ্গাব্দ

হিলি সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মাদক উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2025 ইং
হিলি সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মাদক উদ্ধার। ছবির ক্যাপশন: হিলি সীমান্তে উদ্ধারকৃত ভারতীয় মাদক।
ad728
হিলি সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মাদক উদ্ধার। 

হিলি প্রতিনিধি: 

হিলি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি অভিযান চালিয়ে ৮,৫৫০ পিচ ভারতীয় কুপিজেসিক ইনজেকশন, ৩ পিচ মদের বোতল ও ৭৪ বোতল ফেন্সিডিল আটক করেছে হিলি সিপি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। 

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে হিলি সীমান্তের ফকিরপাড়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বস্তা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি সদস্যরা। এসময় আসামিরা ভারত অভ্যান্তরে দৌড়িয়ে পালিয়ে যায় বলে জানান বিজিবি।

এবিষয়টি নিশ্চিত করে হিলিসিপি বিওপি ক্যম্পের কোম্পানি কমান্ডার অসীম মারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলিসিপি বিওপি ক্যাম্পের বিজিবি টহলদল সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে ফকিরপাড়া নামক স্থানে ওঁৎ পেতে থাকে। ভোর রাতে ২ জন চোরাকারবারীকে বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায় বিজিবি টহলদল। এসময় বিজিবি চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বস্তা ২টি ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। 

পরবর্তীতে বিজিবি জোয়ানরা ঘটনাস্থল হতে ২টি বস্তা উদ্ধার করে এবং বস্তার ভিতর থেকে আটক মাদকদ্রব্য উদ্ধার করে। যার সিজার মূল্য ১৩,১৬,৬০০ (তের লাখ ১৬ হাজার ৬’শ টাকা)। 

জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুস্বরণ করে সীমান্তে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। 

বিজিবি সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। 

সীমান্তে মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।,

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
বেপরোয়া যানবাহন, নেই শৃঙ্খলা, প্রতিদিন পথে ঝরেছে গড়ে ১৫ প্রা

বেপরোয়া যানবাহন, নেই শৃঙ্খলা, প্রতিদিন পথে ঝরেছে গড়ে ১৫ প্রা