ডিবি পরিচয়ে শৈলকুপার যুবলীগ নেতা শামীম মোল্লাকে অপহরণ।
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যুবলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লাকে (শামীম মোল্লা) গত শনিবার (১২ জুলাই) রাতেই অপহরণ করা হয়। অপহরণকারীরা ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়, তার সিএনজি পাম্প থেকে বের হওয়ার সময়।
পুলিশকে প্রাথমিকভাবে জানিয়েছে, অপহরণকারীরা শামীম মোল্লার পিতা থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করেছিল। তবে শৈলকুপা থানায় লিখিত অভিযোগের পর অভিযানে ফল পাওয়া যায়।
রবিবার ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ এবং চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে মুলত অপরাধীদের স্বীকারোক্তির ভিত্তিতেই তাদের আটক করা হয়।
শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন নিশ্চিত করেছেন, দ্রুত ও সংগঠিতভাবে পুলিশ অভিযান চালিয়ে নিরাশ্রয় এলাকায় পৌঁছে শামীম মোল্লাকে উদ্ধার করা হয়েছে।
চার অপহরণকারীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। উদ্ধার ও গ্রেপ্তার এই তথ্য সাফ জানান শৈলকুপা থানার পুলিশ কর্মকর্তা।
এলাকাবাসী জানান, শামীম হোসেন মোল্লা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা হাওয়ায়, বিগত এমপির সময়ে অনেক কাজ কিন্তু করেছেন, এ ব্যাপারে তার দুর্নীতির অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নিতে পারে সরকার, কিন্তু অপহরণ হবে কেউ, এটা কাম্য না।
উদ্ধার হওয়া শামীম মোল্লার বিরুদ্ধে পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে, মুক্তিপণ দাবি ও অপহরণ সংক্রান্ত গভীর তদন্ত চলছে।
এসময়/