ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে এখন জঙ্গি নেই, সমস্যা ছিনতাইকারী: ডিএমপি কমিশনার।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
বাংলাদেশে এখন জঙ্গি নেই, সমস্যা ছিনতাইকারী: ডিএমপি কমিশনার। ছবির ক্যাপশন: (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ad728
বাংলাদেশে এখন জঙ্গি নেই, সমস্যা ছিনতাইকারী: ডিএমপি কমিশনার। 

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টারঃ 

রাজধানীর হলি আর্টিজান হামলার বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, *বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই, এখন মূল সমস্যা ছিনতাইকারী।*

তিনি বলেন, "ছিনতাইকারীদের দমন এখন আমাদের মূল লক্ষ্য। যদি ভবিষ্যতে কোনো জঙ্গি তৎপরতা দেখা দেয়, তখন সেটি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।"

আওয়ামী লীগ সরকারের সময়ে জঙ্গি নাটক সাজিয়ে তরুণদের মারার অভিযোগও করেন তিনি।

হলি আর্টিজান হামলা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “ওটা সম্পর্কে আমি জানি না। তবে বর্তমানে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। মানুষ এখন পেটের দায়ে ছিনতাই করছে।”


এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে