মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজধানীতে প্রকাশ্য দিবালোকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই একজন প্রার্থীর ওপর এ ধরনের সশস্ত্র হামলা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এই ঘটনা দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থারই স্পষ্ট প্রতিফলন।
তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার না হওয়ায় সরকার চরম উদাসীনতা প্রদর্শন করছে। তার আশঙ্কা, এসব অবৈধ অস্ত্র ভবিষ্যতে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভয়াবহ হুমকি।
ড. সাইফুদ্দীন আহমদ বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে অবিলম্বে কঠোরভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ ফিরিয়ে আনাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।”
তিনি দিনের আলোয় সংঘটিত এই গুলিবর্ষণের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বিএসপি চেয়ারম্যান।
বিবৃতিটি প্রেরণ করেন মোঃ ইব্রাহিম মিয়া, যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
মোঃ শাহজাহান বাশার