শাহজালাল বিমানবন্দরে ম্যাগাজিন ইস্যুতে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাখ্যা।
মো. শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার:
ঢাকা, ১ জুলাই ২০২৫: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে একটি ম্যাগাজিন পাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন তিনি।
ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আসিফ মাহমুদ জানান, ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত অন্য একটি ম্যাগাজিন ব্যাগে রয়ে যায়। স্ক্যানিংয়ে বিষয়টি ধরা পড়ার পর তা তাঁর প্রটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
তিনি বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। কেবল একটি ম্যাগাজিন দিয়ে আমি কী করতাম? ইচ্ছা থাকলে অস্ত্রও সঙ্গে থাকত। এখানে অবৈধ কিছু নেই, তবে কিছু মানুষের আলোচনার খোরাক হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বে বারবার হামলার চেষ্টা হয়েছে, তাই নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য লাইসেন্সধারী অস্ত্র রাখা হয়।’
উল্লেখ্য, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’-এ অংশ নিতে রোববার ভোরে দেশত্যাগ করেন তিনি।
এছাড়া, সংবাদমাধ্যমকে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করে তিনি জানান, ঘটনার সময় তিনি ১০ ঘণ্টার টানা ফ্লাইটে ছিলেন এবং ট্রানজিটে থাকায় পরে সবকিছু জানতে পেরেছেন।
তিনি বলেন, ‘নাগরিক হিসেবে যদি আপনারও নিরাপত্তা হুমকিতে থাকে, নিয়ম অনুযায়ী আপনিও অস্ত্রের লাইসেন্স নিতে পারেন।’
এসময়/