যশোরের কনস্ট্রাকশন ব্যবসায়ী হাসান আলীর মৃত্যু।
মালিকুজ্জামান কাকাঃ
দেশের বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী যশোরের হাসান ইন্টারন্যাশনালের কর্ণধার হাসান আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১০ আগষ্ট) সকাল ৬ টায় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসান আলী বিভিন্ন সমাজিক কাজে যুক্ত ছিলেন।
সমাজসেবক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার মৃত্যুর সংবাদে পোস্ট অফিস পাড়ায় তার বাড়িতে স্বজন ও গুণগ্রাহী ভিড় করেন।
এদিন আসর বাদ ঈদগাহ্ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমর নাতি নাজের হাসান। মরহুমের বড় ছেলে মোস্তাফিজুর রহমান সেলিমসহ তার স্বজনরা নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।
উপিস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবেরুল হক, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান প্রমুখ।
পারিবারিক সূত্রে জানায় মৃত্যুকালে হাসান আলীর বয়স হয়েছিল ৮৮ বছর। ৬ পুত্র ২ কন্যাসহ তার অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রয়েছে। নামাজে জানাজা শেষে মরহুম কে শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয়। আগামী ১৩ আগস্ট শহরের ৬নং ওয়ার্ড পাইপপট্টি হাসান আলী স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।।
শহরের মাইক পট্টি এলাকায় তার হাসান ইন্টারন্যাশনাল বহুতল আবাসিক হোটেলটি সারা দেশে পরিচিত। তার চাইনিজ রেস্তোরারও সুখ্যাতি আছে।
পিতার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন হাসান আলীর সন্তানরা।
এসময়/