ঢাকা | বঙ্গাব্দ

চৌদ্দগ্রাম উপজেলার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2025 ইং
চৌদ্দগ্রাম উপজেলার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান। ছবির ক্যাপশন: চৌদ্দগ্রাম উপজেলার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান।
ad728
চৌদ্দগ্রাম উপজেলার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান।

মো লুৎফুর রহমান রাকিব, স্টাফ রিপোর্টারঃ 

জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ  কার্যক্রম কার্যকর করার জন্য চৌদ্দগ্রাম উপজেলায় অদ্য ০৪/০৭/২০২৫ তারিখ  চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন এর ভিতরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাকিয়া সরওয়ার লিমা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম, কুমিল্লা। চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। এছাড়াও, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী জনাব কমল কান্ত সরকার এবং অফিস সহায়কগণ, এলাকার সাধারণ জনগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

 বিনা অনুমতিতে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি উত্তোলন করে নিজের বসতবাড়ির ভিতরে পুকুর ভরাট এবং পাশ্ববর্তীদের ভাঙ্গনের ঝুঁকি সৃষ্টি করার বিষয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে শ্রীপুর ইউনিয়নের ভিতরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি অনুমতি ব্যতীত ড্রেজার বসিয়ে প্রায় ৪০০ গজ লম্বা পাইপ যুক্ত করে নিজের বসতবাড়ির ভিতরে অবস্থিত পুকুর ভরাট করছেন এবং এতে আশেপাশের অন্যান্য জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায় নি এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সহায়তায় এই অবৈধ  কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

জনস্বার্থ ও গণকল্যাণে প্রশাসনের অভিযান চলবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর