ঢাকা | বঙ্গাব্দ

খুলনা বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউপি সচিবের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2025 ইং
খুলনা বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউপি সচিবের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ। ছবির ক্যাপশন: খুলনা বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউপি সচিব আবুল কালাম আজাদ।
ad728
খুলনা বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউপি সচিবের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ। 
‎ মোঃইমরান, খুলনা প্রতিনিধিঃ 
‎খুলনা বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে প্রকল্পের অর্থ উত্তোলন সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। স্বাক্ষরটি জাল করেছেন, ইউপি সচিব আবুল কালাম আজাদ।

‎গোপন তথ্যের ভিত্তিতে গত ২২/০৭/২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নাগরিক বাদল হাওলাদার বাদী হয়ে জেলা প্রসাশক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১নং জলমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবব্রত মল্লিক ০৭/০৭/২০২৫ইং তারিখে কারাগারে যাওয়ার পর উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের অর্থ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষর ইউপি সচিব আবুল কালাম আজাদ জাল করে বিভিন্ন অর্থ উত্তোলন করেছে। 

এছাড়া ৫ই আগস্টের পর তৎকালীন চেয়ারম্যান বিধান রায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ স্বাক্ষর জাল করিয়া উত্তোলন করেছে। এই জালিয়াতি কার্যক্রম স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের আস্থার উপর মারাত্মক আঘাত করেছে। 

ছাড়াও ইউনিয়ন পরিষদের প্রকল্প স্বজনপ্রীতি করে কাজ করাই অর্থ অর্জন করে। এটি সরকারি অর্থের অপব্যবহার ও দুর্নীতির স্পষ্ট প্রমাণ বহন করে।
এ বিষয়ে উর্ধ্বতন মহল বিষয়টি নিয়ে একটি সুষ্ঠু তদন্ত পরিচালনা করে, সংশ্লিষ্ট ইউপি সচিবের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরণের জাল জালিয়াতি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য খুলনা জেলা প্রশাসকের অনুরোধ জানিয়েছেন সচেতন নাগরিকগন।
এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রাম উপজেলার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের

চৌদ্দগ্রাম উপজেলার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের