ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2025 ইং
সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছবির ক্যাপশন: সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
ad728

লেখক:

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার 

সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়; এটি সমাজকে সচেতন ও দায়িত্বশীল করার মহান দায়িত্ব। তথ্য পৌঁছে দেওয়া, সমাজের অসঙ্গতি উন্মোচন করা এবং নাগরিকদের কাছে সত্য তুলে ধরা—এই হলো সাংবাদিকতার মূল লক্ষ্য। কিন্তু একমাত্র দায়িত্ব পালন করলেই সাংবাদিকদের কাজ শেষ নয়। তাদের অধিকারও সুরক্ষিত হতে হবে।

সাংবাদিকরা আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। হুমকি, নিপীড়ন, প্রকাশ্যে ভয় ও মানহানি—সবই ঘটে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একমাত্র উপায় হলো একতা। যখন সাংবাদিকরা ঐক্যবদ্ধ হবেন, তখনই তাদের স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত হবে।

আমি সকল সহকর্মী সাংবাদিককে আহ্বান জানাই—নিজের অধিকার রক্ষায়, পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখায় এবং সত্য প্রচারের জন্য একে অপরের পাশে দাঁড়ান। একতার শক্তিই সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় অস্ত্র।

অধিকার আদায় ও পেশাগত স্বীকৃতির এই যুদ্ধে প্রত্যেক সাংবাদিককে একে অপরের প্রতি সহমর্মিতা, সম্মান ও সহযোগিতা প্রদর্শন করতে হবে। কারণ একতা না থাকলে কোন পেশাগত অধিকারই দীর্ঘস্থায়ীভাবে রক্ষা করা সম্ভব নয়।

সাংবাদিকতার মর্যাদা, দায়িত্ব ও অধিকার একসাথে এগিয়ে চলুক—তখনই আমাদের সমাজ হবে তথ্যভিত্তিক, স্বচ্ছ ও ন্যায্য।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজিবপুর হাসপাতালের ভোগান্তি নিরসনে সাত দিনের আল্টিমেটাম।

রাজিবপুর হাসপাতালের ভোগান্তি নিরসনে সাত দিনের আল্টিমেটাম।