ঢাকা | বঙ্গাব্দ

সমূর্ত্ত জাহান মহিলা কলেজে শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষক সমন্বয় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2025 ইং
সমূর্ত্ত জাহান মহিলা কলেজে শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষক সমন্বয় সভা ছবির ক্যাপশন: সমূর্ত্ত জাহান মহিলা কলেজে শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষক সমন্বয় সভা
ad728

 মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

সমূর্ত্ত জাহান মহিলা কলেজে শিক্ষক ও প্রশাসনের মধ্যে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিডিপি চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান।

সভায় চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান বলেন, শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়ার মনোভাব নয়, প্রকৃত শিক্ষিত ও যোগ্য নারী তৈরি করাই শিক্ষকদের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি সকল শিক্ষককে এ দিকনির্দেশনা অনুযায়ী কাজ করার তাগিদ দেন।

সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষার মান উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্র‍তিশ্রুতি ব্যক্ত করেন। শিক্ষকদের সাথে উন্মুক্ত ও আন্তরিক মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষাগত পরিবেশ নিশ্চিত করতে নানা কার্যক্রম গ্রহণের পরিকল্পনা আলোচনা করা হয়।

চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান শিক্ষার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা চাই প্রতিটি ছাত্রী শিক্ষার মাধ্যমে যোগ্য ও স্বনির্ভর নাগরিক হোক। শুধু কাগজের সার্টিফিকেট নয়, বাস্তব জ্ঞানই তাদের জীবনের মূল শক্তি হবে।”

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
টরন্টো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন যশোরের খাজুরার ইশরা

টরন্টো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন যশোরের খাজুরার ইশরা