ঢাকা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্ত, দেশে পুষ্টি ও অর্থনীতিতে অবদান বাড়াতে উদ্দীপনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2025 ইং
বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্ত, দেশে পুষ্টি ও অর্থনীতিতে অবদান বাড়াতে উদ্দীপনা ছবির ক্যাপশন: বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্ত, দেশে পুষ্টি ও অর্থনীতিতে অবদান বাড়াতে উদ্দীপনা
ad728

 মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার 

“মাছ উৎপাদন বৃদ্ধি পেলে দেশ হবে পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে একটি বিশাল পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল থেকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার ১০টি প্রাতিষ্ঠানিক পুকুর এবং প্লাবিত জলাভূমিতে প্রায় ৩৭৫ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পুকুরে প্রতীকীভাবে পোনা মাছ অবমুক্ত করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। তিনি বক্তৃতায় বলেন, “আমাদের খাদ্যতালিকায় মাছ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণিজ প্রোটিনের উৎস। দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে মাছের ওপর নির্ভরশীল। মাছ শুধু পুষ্টি চাহিদা পূরণ করে না, এটি গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশও। অধিক উৎপাদন ও বৈজ্ঞানিকভাবে মাছ চাষের মাধ্যমে আমরা পুষ্টি ঘাটতি দূর করার পাশাপাশি দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখতে পারি।”

তিনি আরও যোগ করেন, “সরকার মাছ চাষে উৎসাহিত করতে নানা প্রকল্প গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে মৎস্য কর্মকর্তারা চাষীদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। পোনা অবমুক্তকরণ ও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম মৎস্যচাষীদের আরও উদ্বুদ্ধ করবে এবং দীর্ঘমেয়াদে মাছের উৎপাদন বৃদ্ধি করবে।”

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক অশোক কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসি, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার এবং বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যচাষী, মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন।

দিবসব্যাপী এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে কার্পজাতীয়, তেলাপিয়া, কাতলা, রুই, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে মৎস্যচাষীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে, বৈজ্ঞানিক চাষ পদ্ধতি প্রচারিত হবে এবং স্থানীয়ভাবে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

স্থানীয় মৎস্য কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই ধরনের কার্যক্রম দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, ভবিষ্যতে আরও বেশি জলাশয়ে পোনা অবমুক্তকরণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় জনগণের খাদ্য নিরাপত্তা ও আয় বৃদ্ধি করা সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাইলস্টোন স্কুলে নিহতদের স্মরণে নিউইয়র্কের জ্যামাইকায় আন্তঃ

মাইলস্টোন স্কুলে নিহতদের স্মরণে নিউইয়র্কের জ্যামাইকায় আন্তঃ