ঢাকা | বঙ্গাব্দ

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2025 ইং
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান ছবির ক্যাপশন: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান
ad728
মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
দেশ এখন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে—সরকারকে সহযোগিতা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের বিভিন্ন সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।
সেনাপ্রধান বলেন, “দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছে। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। কারও সঙ্গে কোনো দূরত্ব থাকলে তা দূর করতে হবে।”
তিনি আরো বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। তাই মাঠে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারি দেখাতে হবে। প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। দায়িত্ব পালনের সময় শান্ত, ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “বিভ্রান্তিকর বার্তা দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। অনলাইনে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইলে তাৎক্ষণিক সতর্ক হতে হবে।”
দেশের মানুষ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।”
অনুষ্ঠানে সেনাপ্রধান নির্বাচনী সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দেশপ্রেমের মাধ্যমে সেনাবাহিনীকে দেশের মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
বিগত নির্বাচনে জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নেওয়া হবে: সিইসি

বিগত নির্বাচনে জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নেওয়া হবে: সিইসি