ঢাকা | বঙ্গাব্দ

নীলফামারীতে জেলা বিএনপির র‍্যালী ও সমাবেশ।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2025 ইং
নীলফামারীতে জেলা বিএনপির র‍্যালী ও সমাবেশ। ছবির ক্যাপশন: নীলফামারীতে বিএনপির র‍্যালী ও সমাবেশ।
ad728
নীলফামারীতে জুলাই গন-অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির র‍্যালী ও সমাবেশ। 

নাজমুল হুদা, নীলফামারীঃ  

নীলফামারীতে জুলাই  গন অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বুধবার ৬ আগষ্ট বিকেলে জেলা বিএনপির আয়োজনে নীলফামারীর ডিসির মোড় চত্বরে সমাবেশ শেষে একটি বিজয় র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-১ আসনের  সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। 

বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশে তারুণ‍্যের প্রথম ভোট হউক ধানের শীষে। তিনি আরো বলেন, জুলাই গন-অভ্যুত্থান দিবসে ছাত্র-ছাত্রীসহ সব শ্রেণি পেশার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য মোক্তার হোসেন, সদস্য এ‍্যাড. আবু মোহাম্মদ সোয়েম। 

সমাবেশে সদরের ১৫টি ইউনিয়নসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
নড়াইলে আ’লীগের যুগ্মসম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার।

নড়াইলে আ’লীগের যুগ্মসম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার।