ঢাকা | বঙ্গাব্দ

গাইবান্ধার সাঘাটায় কয়লা তৈরি কারখানায় অভিযান।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2025 ইং
গাইবান্ধার সাঘাটায় কয়লা তৈরি কারখানায় অভিযান। ছবির ক্যাপশন: গাইবান্ধার সাঘাটায় কয়লা তৈরি।
ad728
গাইবান্ধার সাঘাটায় কয়লা তৈরি কারখানায় অভিযান। 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

সাঘাটার বাংগাবাড়ী ব্রীজ সংলগ্ন স্থানে কাঠ পুড়ে কয়লা তৈরি কারখানায় অভিযান। কিন্তু মহিমাগঞ্জের কয়লা কারখানা গুলো এখনো সচল। 

সাঘাটা উপজেলায় কামালের পাড়ার কিংকরপুর নামক স্থানে ২৮ জুলাই ২:৩০ ঘটিকায় সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল সাংবাদিকদের জানান উক্ত স্থানে প্রায় ২০টি মাটির তৈরি অস্থায়ী ঘরে অবৈধ উপায়ে কয়লা তৈরি করা হয় যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। 

উক্ত কয়লা তৈরির মূল উপকরণ গাছের গুল, ডালপালা, খড়ি প্রভৃতি। 

এতে একদিকে যেমন বন উজাড় হচ্ছে, অন্যদিকে এর থেকে উৎপন্ন কালো ধোঁয়া পরিবেশের জন্য হুমকিস্বরূপ। 

ঘটনা স্থলে কোনো অপরাধী কে পাওয়া যায় নাই। 

ফায়ার সার্ভিসের টিম ঘরগুলো পানি দিয়ে গুড়িয়ে ফেলেন।

স্থানীয় দেরকে জিজ্ঞেস করাতে কয়েক জন ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

উক্ত বিষয়ে পরিবেশ আইন লংঘনের অপরাধ এ মামলা দায়ের করা হবে।

নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল বলেন আগামীতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
নিউমার্কেটে সেনাবাহিনীর অভিযানে ১১ শতাধিক ধারালো অস্ত্র উদ্ধ

নিউমার্কেটে সেনাবাহিনীর অভিযানে ১১ শতাধিক ধারালো অস্ত্র উদ্ধ