সিলেটের ঝিংগাবাড়ীতে বসতঘর ও বাথরুম ভাংচুর, তিন বোনের বিরুদ্ধে অভিযোগ।
সিলেট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঝিংগাবাড়ী হরিশিংমাটি গ্রামের সহজ-সরল মানুষ জনাব হারিছ আলী (৬৫) অভিযোগ করেছেন, তাঁর বসতঘর ও নির্মাণাধীন বাথরুম ভাংচুর করেছেন তাঁর তিন বোন।
জানা গেছে, পাঁচ ভাই-বোনের এই পরিবারে দুই ভাই ছুরফান আলী (৬৮) ও হারিছ আলী (৬৫) এবং তিন বোন কমলারুন বেগম (৬৭), ছাফারুন বেগম (৬৩) ও আলকুমা বেগম (৬১)।
তিন বোনের মধ্যে দুই বোনের বিয়ে হলেও তালাকপ্রাপ্ত ছাফারুন বেগম বর্তমানে বাবার ভিটায় নিজ বসতঘরে বসবাস করছেন। অথচ দুই ভাই থাকার পরও তিন বোনের দাবি, তাঁদের মাত্র একজন ভাই রয়েছে।
সম্প্রতি হারিছ আলী তাঁর বসতঘরের পাশে একটি বাথরুম নির্মাণ শুরু করলে তিন বোন এসে সেই বাথরুম ভেঙে ফেলে।
এ সময় তাঁরা হারিছ আলীকে বিভিন্ন কটূক্তি ও হুমকি দেন বলেও অভিযোগ করেছেন তিনি।
বিষয়টি স্থানীয় ইউপি জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান হারিছ আলী।
এলাকার সাধারণ মানুষের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, যাতে একজন সহজ-সরল ব্যক্তিকে এমন অন্যায়ের শিকার না হতে হয়।
এসময়/