ঢাকা | বঙ্গাব্দ

উলিপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কার বিতরণ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
উলিপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কার বিতরণ। ছবির ক্যাপশন: উলিপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কার বিতরণ।
ad728
উলিপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কার বিতরণ। 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপি-এর আওতায় “পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস” শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২৩ জুলাই) সকালে উলিপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা ও আয়োজন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয় এবং উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ লিয়াকত আলী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, “এই স্কিম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করেছে, যা শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। মোট ৩২ জন শিক্ষার্থীকে তাদের কৃতিত্বের জন্য সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

জেলা শিক্ষা কর্মকর্তা আরও বলেন, “সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে এবং নিয়মিত পাঠদান নিশ্চিত করতে হবে। প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে উপস্থিত না থাকলে সিনিয়র শিক্ষককে দায়িত্ব দিয়ে বাইরে যেতে হবে। এ বিষয়ে কোন ধরনের গাফিলতি পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের নিষ্ঠা ও আন্তরিকতায় শিক্ষার্থীরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অন্যথায় অবহেলার ফলে তারা ঝরে পড়তে পারে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শিক্ষার্থী,জুম্মাহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার মোছাঃ রুজিনা আক্তার, অভিভাবক মোঃ দায়িব সরকার, প্রধান শিক্ষক,উলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মোছা: ওয়ালেদা বেগম,শিক্ষক কামাল খামার আলিম মাদ্রাসার মোঃ লিয়াকত আলী, উলিপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ, জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই প্রমূখ। 

এসময় তারা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
কুড়িগ্রামে সেনাবাহিনীর হাতে ২ মাদক কারবারি আটক।

কুড়িগ্রামে সেনাবাহিনীর হাতে ২ মাদক কারবারি আটক।