কুমিল্লা, ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লা প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার দেয়া বক্তব্যকে “মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ব্যারিস্টার আল মামুন জানান, সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনে সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানিতে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে আইনি যুক্তি উপস্থাপন করেন। ওই মামলার রায় সেলিম ভূঁইয়ার বিপক্ষে গেলে তিনি আইনি পরাজয়ের প্রতিশোধ নিতে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেন।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন— “আমি পেশাদার আইনজীবী হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। রায় যেহেতু তার (সেলিম ভূঁইয়া) বিপক্ষে গেছে, তাই তিনি ক্ষোভে আমাকে আওয়ামী লীগপন্থী আখ্যা দেওয়ার অপচেষ্টা করছেন। অথচ আমি ড. ইউনুসসহ বহু হাসিনা-বিরোধী নেতৃবৃন্দের মামলা জীবনের ঝুঁকি নিয়ে লড়েছি। যদি আমার মতো একজন আইনজীবীকে শুধুমাত্র আইনি প্রক্রিয়ায় যুক্তিতর্কে হারার কারণে আওয়ামী লীগ বানানো যায়, তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকেও কি আওয়ামী লীগ বলতে হবে?”
তিনি আরও বলেন, এই ধরনের ভিত্তিহীন বক্তব্য একজন অধ্যক্ষের শোভা পায় না। আইনজীবীর পেশাকে প্রশ্নবিদ্ধ করে রাজনৈতিকভাবে হেয় করার যে অপচেষ্টা চলছে, তা গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য হুমকি।
সংবাদ সম্মেলনে তিনি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।