ঢাকা | বঙ্গাব্দ

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা ও সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2025 ইং
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা ও সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান। ছবির ক্যাপশন: প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা ও সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান।
ad728
প্রেস রিলিজঃ 

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা ও সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান। 

প্রকৌশল অধিকার আন্দোলন আয়োজিত “লংমার্চ টু ঢাকা” কর্মসূচিতে ন্যক্কারজনক পুলিশি হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ও শিক্ষার্থীদের দাবির ন্যায়সংগত ও কার্যকর সমাধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৭ আগস্ট) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ সংক্রান্ত বিবৃতি প্রদান করেন।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “প্রকৌশল শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের নির্দিষ্ট  দাবি-দাওয়া নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে। কিন্তু সরকার এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ না নিয়ে পূর্বনির্ধারিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অন্যায়ভাবে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের আহত করেছে। নতুন  বাংলাদেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া উত্থাপন করার সাংবিধানিক অধিকার রয়েছে এবং শিক্ষার্থীদের দাবি-দাওয়াকে সব সময়ই ইতিবাচকভাবে নিয়ে তার ন্যায়সংগত সমাধান করা কর্তৃপক্ষের দায়িত্ব। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, ফলে শিক্ষার্থীরা নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় বিভিন্ন দাবি উত্থাপন করে আন্দোলন চালিয়ে আসছে। 

বিশেষ করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দুটি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে নিজ নিজ দাবি নিয়ে সারা দেশে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ছাত্রশিবিরসহ বিভিন্ন মহল থেকে বারবার দীর্ঘমেয়াদি এই সংকট নিরসনের জন্য প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হলেও আজও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। সমস্যার ভারসাম্যপূর্ণ সমাধান না করে বরং শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করার প্রবণতা দেখা যাচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক।” 

নেতৃবৃন্দ অবিলম্বে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর শান্তিপূর্ণ, কার্যকর ও ন্যায়সংগত সমাধানের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। একই সঙ্গে, শিক্ষার্থীদের ওপর যারা অতিউৎসাহী হয়ে হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
প্রফেসর ড. এম শমসের আলীর ইন্তিকাল।

প্রফেসর ড. এম শমসের আলীর ইন্তিকাল।