ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় মইনীয়া যুব ফোরামের উদ্যোগে হোসাইনী কনফারেন্স অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
রাঙ্গুনিয়ায় মইনীয়া যুব ফোরামের উদ্যোগে হোসাইনী কনফারেন্স অনুষ্ঠিত ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় হোসাইনী কনফারেন্স।
ad728

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বুলবুলিপাড়া জমাদারবাড়ি শাখার উদ্যোগে মইনীয়া যুব ফোরামের আয়োজনে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে এক মহতি হোসাইনী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

কনফারেন্সে সভাপতিত্ব ও আখেরী মুনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল (সা.), নবী বংশের ৩১তম নূরানী আওলাদ, মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা ও শাহ্জাদায়ে গাউছুল আযম, হযরত সৈয়দ ড. সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারী (মাঃজিঃআ)।

ইমাম হাসান (আ.)-এর জীবনাদর্শ স্মরণে বক্তৃতাএ সময় সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন—নবীকরিম (দ.) বলেছেন, আমার এই নাতি ইমাম হাসান (আ.)-এর কারণে মুসলিম উম্মাহ অনেক বড় বিপর্যয় থেকে রক্ষা পাবে। তার মহানুভবতা পৃথিবীতে বিরল এক দৃষ্টান্ত।”



তিনি আরও বলেন, ইমাম হাসান (আ.) ছিলেন সত্য, ন্যায়, ধৈর্য ও আত্মত্যাগের উজ্জ্বল আদর্শ। তার চেহারা মুবারকে রাসূলুল্লাহ (সা.)-এর চেহারার প্রতিফলন দেখা যেত। তিনি পাক পাঞ্জাতনের একজন এবং তার ভাই ইমাম হোসাইন (আ.)-এর সঙ্গে জান্নাতের যুবকদের নেতা হিসেবে ঘোষিত হয়েছেন।

সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরও বলেন—“রক্তপাত ও সংঘাত এড়াতে তিনি স্বীয় ক্ষমতা ত্যাগ করেছিলেন। কিন্তু খারেজি মুনাফিক চক্র তাকে তিনবার বিষপান করায় এবং অবশেষে তিনি শাহাদাত বরণ করেন। তিনি জানতেন তার হত্যাকারীরা কারা, তবুও মুসলিম উম্মাহর মধ্যে বিভক্তি এড়াতে তাদের পরিচয় প্রকাশ করেননি।”

তিনি মন্তব্য করেন, বর্তমান সংঘাতময় বিশ্বে যদি ইমাম হাসান (আ.)-এর আদর্শে উজ্জীবিত নেতৃত্ব থাকত তবে পৃথিবী শান্তির নীড়ে রূপান্তরিত হতো।

কনফারেন্সে বিশিষ্ট ওলামায়ে কেরাম, দরবারের আওলাদবৃন্দ, খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য ভক্ত-আশেকান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে মিলাদ-কিয়াম শেষে মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও বিশ্ববাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন হযরত সৈয়দ ড. সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী 
আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম, বুলবুলিপাড়া জমাদারবাড়ি শাখা, চট্টগ্রাম।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর  ইন্তেকাল।

আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ইন্তেকাল।