ঢাকা | বঙ্গাব্দ

চিলমারীতে সেনাবাহিনীর উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2025 ইং
চিলমারীতে সেনাবাহিনীর উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ। ছবির ক্যাপশন: চিলমারীতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ।
ad728
চিলমারীতে সেনাবাহিনীর উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ। 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

কুড়িগ্রামের চিলমারীতে টানা ২বার তারিখ নির্ধারন করা হলেও "খাদ্য বান্ধব এবং ওএমএস ডিলার" নিয়োগ উন্মুক্ত লটারী মাধ্যমে করার কথা থাকলে ও বিভিন্ন কারনে তা স্থগিত হয়ে যায়। 
পরে ৩০শে জুলাই, বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প টিম ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে উন্মুক্ত লটারীর কার্যক্রম ও ডিলার নিয়োগ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিসবাউল হুসাইন, ওসি এলএসডি মোঃ আমজাদ হোসেন, কৃষি অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সমাজ সেবা অফিসার, আইসিটি অফিসারসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন। 

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, এ বারে খাদ্যবান্ধ কর্মসূচিতে মোট আবেদন পড়েছিল ১৬১টি। এর মধ্যে ২১টি বাতিল হয়েছে এবং ১জন প্রত্যাহার করেন। ১৩৯জনের মধ্যে উন্মুক্ত লটারীর মাধ্যমে ১৮জনকে নির্বাচিত করা হয়েছে। 

ওএমএস ডিলারের জন্য ২০জন আবেদন করে ছিলেন। তার মধ্যে ৪জন প্রত্যাহার করেন। 

পরে উন্মুক্ত লটারীর মাধ্যমে ৩জনকে নির্বাচিত হয় হয়েছে। 

এ সময় রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, আবেদনকারীসহ বিভিন্ন শ্রেণীর মানুষজন উপস্থিত ছিলেন। 

উন্মুক্ত লটারির মাধ্যমে সুষ্ঠুভাবে ডিলার নির্বাচন হওয়ায়, উপস্থিত সকলে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত।

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত।