ঢাকা | বঙ্গাব্দ

সাউথ এশিয়ান ফর মেয়র জোহরান কমিটি গঠন।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2025 ইং
সাউথ এশিয়ান ফর মেয়র জোহরান কমিটি গঠন। ছবির ক্যাপশন: সাউথ এশিয়ান ফর মেয়র জোহরান কমিটি গঠন।
ad728
সাউথ এশিয়ান ফর মেয়র জোহরান কমিটি গঠন।

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

গত ২৩ আগস্ট, ২০২৫ শনিবার, সন্ধ্যা সাড়ে আটটায় নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে সাউথ এশিয়ান ফর জোহরান কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খবর আইবিএননিউজ ।

উক্ত সভায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এর আমন্ত্রণে সাউথ এশিয়ার বিভিন্ন দেশের লিডাররা সমবেত হন। তাদের মধ্যে উল্লেখ্য ছিল বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলংকা, নেপাল, পাকিস্তান এবং আফগানিস্তানের লিডারদের উপস্থিতি।

রাত ন'টায় আবদলে হাওলাদারসহ সকলের অনুমতিক্রমে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান তার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন এবং পরবর্তীতে একে একে সবাইকে স্টেজে বসার অনুরোধ জানান।

পর্যায়ক্রমে প্রতিটি দেশের নেতৃবৃন্দকে তাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ জানান। তাদের মধ্যে অন্যতম ছিলেন পাকিস্তানি এটর্নি খালেদ আজম এবং ডেরা রেস্টুরেন্টের ওনার শফিউল্লাহ মাহমুদ। 

ইন্ডিয়ান কমিউনিটির অনেকের মধ্যে উপস্থিত ছিলেন দীপক শর্মা ও ওরমা কামতা। এর মধ্যে বক্তব্য রাখেন দীপক শর্মা।

নেপালি কমিউনিটির অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ওরগান। 
নেপালি কমিউনিটির মধ্যে বক্তব্য রাখেন ওরগান সেপ্রা এবং তুলসী চড়কদার। 

শ্রীলংকা কমিউনিটি থেকে সবচেয়ে বেশি জয়েন করেন ৭ জন, যার মধ্যে বক্তব্য রাখেন আরসাত। 

আফগানিস্তান কমিউনিটি থেকে তিনজন জয়েন করেন। 

বাংলাদেশী কমিউনিটি থেকে যারা জয়েন করেছিলেন তাদের মধ্যে অন্যতম শাহ নেওয়াজ, এটনি মঈন খান চৌধুরী, ফখরুল ইসলাম দেলোয়ার, আব্দুর রহিম হাওলাদার, কাজী ফৌজিয়া, রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা শামসুল হক, তরিকুল হোসাইন বাদল ও  ফারহান আব্দুর রহমান। 

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের ৩০ জন সাংবাদিক যোগদান করেছিলেন। 

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রিমন ইসলাম, হাকিকুল ইসলাম খোকন, লাভলু আনসারী ও মনোয়ারুল ইসলাম এবং আফরোজা ইসলাম।

কমিটিকে আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন দেশের প্রতিনিধিরা যুক্ত হতে পারবেন। 

সবার সম্মতিক্রমে কমিটিটি নিম্নরূপ ভাবে গঠন করা হয়েছে- 
 
খালিদ আজম, আহবায়ক, পাকিস্তান; 
ফখরুল ইসলাম দেলোয়ার, মেম্বার সেক্রেটারি, বাংলাদেশ; 
আরসাত, চেয়ার, শ্রীলংকা; 
এটনি মহিন চৌধুরী, মূল সমন্বয়ক, বাংলাদেশ; 
গিয়াস আহমেদ, কো চেয়ার,পাকিস্তান;  
তুলসী, কো চেয়ার, বাংলাদেশ; 
শফিউল্লাহ মাহমুদ ,কো চেয়ার,পাকিস্তান;
গুরুচরণ, কো চেয়ার,ইন্ডিয়া;
শাহ নেওয়াজ, চিপ অ্যাডভাইজার, বাংলাদেশ;
ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, অর্গানাইজিং সেক্রেটারি, বাংলাদেশ;
আব্দুর রহিম হাওলাদার, সিনিয়র এডভাইজার, বাংলাদেশ;
যুগ্ন আহবায়ক, নেপাল, দীপক শর্মা;
যুগ্ন আহবায়ক, ইন্ডিয়া, রাশেক মালিক;
তরিকুল হোসাইন বাদল, অ্যাডভাইজার;
 রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা শামসুল হক, অ্যাডভাইজার, বাংলাদেশ;
ফারহান আব্দুর রহমান, যুব সমন্বয়ক, বাংলাদেশ;
ওয়াহিদ খান, সমন্বয়ক, পাকিস্তান;
গুলিস্তান, অ্যাডভাইজার,আফগানিস্তান;
রিয়াজ, সমন্বয়ক, শ্রীলংকা;
জামিল হারুন, সমন্বয়ক, শ্রীলংকা;
রিজভী, সমন্বয়ক, শ্রীলংকা; এবং
নাসের রাসেল, সমন্বয়ক, বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠানে যেসব বিষয় নিয়ে আলোকপাত করা হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে, এন্ড্রোকমোর পক্ষ থেকে প্রায় ওয়ান মিলিয়ন নিউ ভোটার রেজিস্ট্রেশন করা হয়েছে যা, আমাদের মামদানিকে জেতার জন্য অবশ্যই আমাদেরকে তার চাইতে বেশি ভোটার রেজিস্ট্রেশন করতে হবে এবং সবাইকে একযোগে সেই ব্যাপারে কাজ করতে হবে।
 
আব্দুস সুবহান আরেকটি বিষয়ে উল্লেখ করে্‌ সেটি হল- আগামী ৬ই সেপ্টেম্বর, শনিবার বিকাল বেলা পাঁচটা থেকে ৮ ঘটিকার মধ্যে ডাইভারসিটি প্লাজায় জোহরান মামদানির রিসিপশন ক্যাম্পেইন রেলি অনুষ্ঠিত হবে; সেটাকে সফল করার জন্য সর্বস্তরের মানুষ যাতে তাদের পরিচিত মানুষকে ইনভাইট করে সেই ব্যাপারে আলোকপাত করা।
 
সেখানে সাউথ এশিয়ান কমিটিকে জোহরান এর সামনে ইন্ট্রোডিউস করানো হবে এবং ওই প্রোগ্রামে মধ্যে একটি স্টল থাকবে যেখানে যে কোনো নতুন ভোটার রেজিস্ট্রেশন করতে পারবেন।

কমিটির প্রত্যেকটি দেশের মানুষ অত্যন্ত আন্তরিক জোহরনের ব্যাপারে এবং  সবাই সঙ্ঘবদ্ধভাবে জোহরানকে ভোট দেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
যুব সমন্বয়ক, ফারহান ইনস্টাগ্রামের মাধ্যমে কিভাবে বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টকে ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যাপারে আলোকপাত করেন ।
 
পরিশেষে সবার প্রতি কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ জানিয়ে আব্দুস সুবহান অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘোষণা করেন এবং সুস্বাদু ডিনার পরিবেশন করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের ওপর পুলিশের নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

সাংবাদিকদের ওপর পুলিশের নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ।