ব্রাহ্মণবাড়ীয়ায়'খান্দুরা হাভেলির ইতিহাস' বইয়ের মোড়ক উন্মোচণ।
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে 'খান্দুরা হাভেলী'তে সৈয়দ আহমদ বখ্ত (মতিন) রচিত 'খান্দুরা হাভেলির ইতিহাস' বইয়ের মোড়ক উন্মোচন করেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।
বৃহস্পতিবার (১৪আগস্ট)রাতে ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর উপজেলার চাপরাতলা ইউনিয়নের খান্দুরা হাভেলিতে এই গ্রন্থ মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।
নাসিরনগরের খান্দুরায় সৈয়দ হামিদ বখত ডুমন (রাহঃ) শাহ'র মাজার প্রাঙ্গনে 'খানায়ে দাউড়া থেকে খান্দুরা হযরত সৈয়দ ছালেহ্ মুহাম্মদ (রাহঃ) ও খান্দুরা হাভেলির ইতিহাস' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. শাহ্ কাউসার মুস্তফা আবুল উলায়ী।
হাজিরাতুল কুদসিয়া দরবার শরীফের পীর সৈয়দ মাসুদ বখ্ত কায়েদ (মাঃ আঃ) এর সভাপতিত্বে, বিশ্ব লালন সংঘে'র প্রকাশিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম হাভেলির সৈয়দ ফাইয়াজ হাসান (বাবু), নরপতি হাভেলীর সৈয়দ লিয়াকত হাসান, বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের পরিচালক ডক্টর সৈয়দ শাহ এমরান, ফান্দাউক দরবার শরিফের মুফতি সৈয়দ মঈন উদ্দিন আল হোসাইনী,নাছিরপুর দরবার শরীফের সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ, খান্দুরা দরবার শরীফের সৈয়দ সোহেল আবদাল, সাবেক সাংসদপুত্র সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান, ফিল্যান্সার সাংবাদিক ও গবেষক তরুণ সরকার,দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারি বার্তা সম্পাদক আল আমিন চৌধুরী প্রমুখ।
প্রকাশক আবদেল মাননান'এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খান্দুরা হাভেলিসহ সকল হাভেলীর পীর ও মাশায়েখগণ।
অনুষ্ঠানে 'খান্দুরা হাভেলীর ইতিহাস' বইয়ের রচিয়তা সৈয়দ আহমদ বখত (মতিন) বলেন, দেশের ইতিহাস ঐতিহ্যের অন্যতম স্মারক সারাদেশের 'হাভেলী' গুলো। এই হাভেলীগুলো সুফিজম ও রাষ্ট্রীয় ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। এই ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিকট তুলে ধরতে গ্রন্থটি প্রকাশ করেছি।