ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2025 ইং
গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন। ছবির ক্যাপশন: গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন।
ad728
গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন

বিশ্বজিৎ চন্দ্র সরকার, গোপালগঞ্জ: 

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারপ্রার্থী জনগণের জন্য তথ্যপ্রাপ্তি সহজতর করতে উদ্বোধন করা হয়েছে তথ্য ও সেবা কেন্দ্র। 
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের প্রধান ফটকের পাশে নতুন এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, দেশের সব জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চীফ মেট্রোপলিটন আদালতে পর্যায়ক্রমে এ ধরনের কেন্দ্র চালু করা হচ্ছে। 
গোপালগঞ্জেও এ উদ্যোগের ফলে বিচারপ্রার্থীরা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ছাড়া) প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।

উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলহাজ্ব আজগর আলী খান।

এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আরাফাত হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীসহ আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারক, সরকারি কর্মকর্তা ও আইনজীবী নেতৃবৃন্দ।

গুরুত্বপূর্ণ উপস্থিতিদের মধ্যে ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহনাজ নাসরীন খান, জহির উদ্দিন, নাজমুন নাহার সুমি, যুগ্ম জেলা ও দায়রা জজ আলাউল আকবর, মোঃ এনায়েত উল্লাহ, সিনিয়র সহকারী জজ মোঃ সালাহ উদ্দীন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ সালমান আহমেদ শুভ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা রোজী, অনুশ্রী রায়, ফাহমিদা পিয়া, সহকারী জজ অমল কুমার দাস, রুবাইয়া ইয়াসমিন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবির হোসেন, লাবনী খাতুন।

এছাড়া জেলা ও দায়রা জজ আদালতের জিপি অ্যাডভোকেট এম এ সেলিম, পিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম সিকদার, সিনিয়র আইনজীবী ও সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন তথ্য ও সেবা কেন্দ্র চালুর মাধ্যমে গোপালগঞ্জের বিচারপ্রার্থী জনগণ দ্রুত ও সহজে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেনাপোল সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ

বেনাপোল সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ