ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে আটক করেছে ডিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 8, 2025 ইং
সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে আটক করেছে ডিবি ছবির ক্যাপশন: সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে আটক করেছে ডিবি
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে রাজধানীতে তার বাসার সামনে থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার বিকেলে তার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।

তিনি জানান,“এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে মামলার বিস্তারিত তথ্য ও এর অগ্রগতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার পর সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং অনেকেই দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নড়াইলের বীর মুক্তিযোদ্ধা মোল্লা খবির উদ্দিনের ইন্তেকাল।দ

নড়াইলের বীর মুক্তিযোদ্ধা মোল্লা খবির উদ্দিনের ইন্তেকাল।দ