পি.আর. পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থীদের সম্ভাবনা বিপন্ন: -ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী।
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টারঃ
দেশের নির্বাচনী ব্যবস্থায় প্রস্তাবিত প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতির বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী।
তিনি বলেন, “এই পদ্ধতি চালু হলে জনগণের প্রত্যক্ষ ভোটের গুরুত্ব হারাবে এবং আমাদের মতো স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনের পথ কার্যত রুদ্ধ হয়ে যাবে। আমি মাঠে কাজ করব, জনগণের সমর্থন নেব, অথচ সংসদ সদস্য ঠিক করবে দল! এমনটা হতে পারে না। ভোট দেবো সন্দ্বীপে, আর জিতবে মালদ্বীপে, এটা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।”
ব্যারিস্টার সোহরাব আরও বলেন, “আমি কুমিল্লা-৫ আসন থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। কিন্তু প্রস্তাবিত পি.আর. পদ্ধতি বাস্তবায়িত হলে দেশের বহু যোগ্য, দলবিহীন জনবান্ধব মানুষ আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন না, সেই জায়গায় দল তার পছন্দের ব্যক্তিকে এমপি বানিয়ে দেবে, এটি গণতন্ত্রের অপমৃত্যু।”
তিনি স্পষ্টভাবে বলেন, “গণতন্ত্র মানে জনগণের রায়। সেই রায় যদি রাজনৈতিক দলগুলো নিজের মতো করে ভাগ করে নেয়, তাহলে তা গণতন্ত্র নয়, বরং নিছক দলতন্ত্রে পরিণত হবে। আমি মনে করি, সরাসরি নির্বাচনের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। পি.আর. পদ্ধতির পরিবর্তে আমাদের প্রত্যক্ষ ভোটাধিকারকেই শক্তিশালী করতে হবে।”
নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের উদ্দেশ্যে তিনি বলেন, “গণতন্ত্রকে জনগণের হাতে রাখতে হলে, সকল শ্রেণির প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পি.আর. নয়, সরাসরি ভোটই হোক জনগণের রায় নির্ধারণের একমাত্র পথ।”
এসময়/